শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কখনও রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না: আসিফ নজরুল ‘অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে’ আমিরাতে দুর্গাপূজার আয়োজনে বাঙালি হিন্দু কমিউনিটি শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদাঙ্কিও স্বার্থান্বেষীদের ভূমিকা নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান রিজভীর অতীতের গৌরব ফেরাতে সক্রিয় ছাত্রদল ডিমের মূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেটই মূল কারণ : প্রাণিসম্পদ উপদেষ্টা দীপ্ত টিভির সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৫ দেশের বিভিন্ন মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় নিহত ২০ ফ্লোরিডায় হারিকেন মিলটনের আঘাতে ১৬ জনের মৃত্যু বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত চিলির মাঠে ব্রাজিলের কষ্টের জয় ভেনেজুয়েলার কাছে ধাক্কা খেল আর্জেন্টিনা

জাপানের দিকে পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ৯, ২০২২
North Korea fires more missiles, seventh launch in two weeks

পরপর দুটি ক্ষেপণাস্ত্র জাপানের দিকে নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় রবিবার (৯ অক্টোবর) দিনের শুরুতে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। খবর: রয়টার্স।

সংবাদমাধ্যমটিতে বলা হয়েছে, জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো বলেছেন, ক্ষেপণাস্ত্র দুটি ১০০ কিলোমিটার উচ্চতায় উঠে এবং ৩৫০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে। প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় স্থানীয় সময় রাত ১টা ৪৭ মিনিটে। দ্বিতীয়টি ছোড়া হয় রাত ১টা ৫৩ মিনিটে।

জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র দুটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে গিয়ে পড়ে। কোন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ‘মারাত্মক উসকানি’। যা শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করছে। উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় মুনচেন এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

জাপানের ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ ঘটনায় জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর বিষয়টি নিয়ে মিত্র ও অংশীদারদের সঙ্গে একান্তভাবে আলাপ চালিয়ে যাচ্ছে তারা। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মূল্যায়ন, সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা মার্কিন সেনা ও আমেরিকার মিত্রদের জন্য কোনো ঝুঁকি তৈরি করেনি।

হাওয়াইভিত্তিক মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ইস্পাতদৃঢ়।


এ বিভাগের অন্যান্য সংবাদ