জাপানের পার্লামেন্টের উচ্চ কক্ষের সিনেটর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি। ১২৫টি আসনের মধ্যে ৬৩টি আসন পেয়ে সর্বোচ্চ আইন সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ আসন নিশ্চিত করেছে এলডিপি। সব মিলিয়ে এলডিপি এবং তার জোটের অংশীদার কোমেইতো মোট ৭৬টি আসন পেয়েছে।
বিরোধী জাপান ইনোভেশন পার্টি ১২টি আসনে জয় লাভ করেছে। সোমবার ভোট গণনা শেষে ফলাফলে দেখা যায় পূর্বের সকল রেকর্ড ভেঙ্গে এবার ৩৫টি আসনে নারীরা জয়লাভ করেছে। জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের আসনের নির্বাচনকে সাধারণত ক্ষমতাসীন সরকারের ওপর গণভোট হিসেবে দেখা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার এই নির্বাচনকে কেন্দ্র করে এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গুলিতে নিহত হন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা শিনজো আবে। তিনি জাপানের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি দিন দায়িত্বপালন করেছেন। এলডিপিতে তার ব্যাপক আধিপত্যও ছিল।