বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আমাজনের বেশিরভাগ নদীই মরুভূমি হবার পথে জাতিসংঘে ‘ঐতিহাসিক’ প্রস্তাব পাস, ভারতসহ ভোট দেয়নি ৪৩ দেশ ইসরায়েলে নতুন করে অস্ত্র রপ্তানির অনুমোদন দেবে না জার্মানি লেবাননজুড়ে দ্বিতীয় দফায় পেজার বিস্ফোরণ, নিহত ২০ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ গ্রেপ্তার আরেকটি হত্যা মামলায় আসামি শেখ হাসিনা-রেহানা-জয়সহ ২১৬ জন আনিসুল হক ও সালমান এফ রহমান ফের ৫ দিনের রিমান্ডে ড. ইউনূসের সঙ্গে মোদির সম্ভাব্য বৈঠক হচ্ছে না পলিথিন ব্যাগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: পরিবেশ উপদেষ্টা আন্দোলনে নিহতের পরিবার প্রাথমিকভাবে পাবে ৫ লাখ, আহত ১ লাখ অর্জিত বিজয় যেন নষ্ট না হয়: মির্জা ফখরুল রাষ্ট্র পুনর্গঠনের তাগিদ ফরহাদ মজহারের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মুহাম্মদ আবদুল্লাহ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প বাতিল : পরিকল্পনা উপদেষ্টা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

জাপানে ২৭ সেপ্টেম্বর আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ২২, ২০২২
Japan plans September 27 state funeral for Abe

জাপান সরকার আগামী ২৭ সেপ্টেম্বর নিহত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করবে।
বিদেশী নেতৃবৃন্দ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। খবর এএফপির।
অন্ত্যেষ্টিক্রিয়া টোকিওর নিপ্পন বুডোকানে অনুষ্ঠিত হবে। নিপ্পন বুডোকান একটি বৃহৎ স্থান। সেখানে কনসার্ট ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সর্বশেষ ১৯৬৭ সালে সাবেক একজন প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য স্থানটি ব্যবহৃত হয়েছিল।
সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো বলেছেন, সবচেয়ে দীর্ঘ মেয়াদে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আবের রেকর্ড তার প্রশংসনীয় অর্জন এবং বিদেশী নেতাদের সাথে তার সুসম্পর্ক তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া প্রাপ্তির জন্য যথার্থ।
তিনি আরো বলেন,”আমরা বিদেশী বিশিষ্ট ব্যক্তিদেরও অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের আমন্ত্রণ জানাবো এবং যে দেশগুলির সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে সে সব দেশকেও এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।”
গত ৮ জুলাই পশ্চিমাঞ্চলীয় নারা নগরীতে বক্তৃতাকালে আবে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। তাকে হত্যার দায়ে অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামি আইনি হেফাজতে রয়েছে।
ইউনিফিকেশন চার্চের সাথে সাবেক নেতা সম্পৃক্ত ছিলেন বলে অনুমান করে ইয়ামাগামি আবেকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
ইয়ামাগামির মা এ গির্জায় বড় ধরণের অনুদান দিয়েছেন বলে ধারণা রয়েছে।
মৃত্যুর পরপরই টোকিওর একটি মন্দিরে ছোট পরিসরে আবের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। সেখানে হাজার হাজার মানুষ ফুলেল শ্রদ্ধা জানাতে বাইরে ভিড় করেছিল।


এ বিভাগের অন্যান্য সংবাদ