জামালপুর শহরের টিউবওয়েল পাড় মোড়ে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে শহরের বেলটিয়া টিউবওয়েল পাড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইজিবাইক চালক রোকন, বেলটিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান এবং আরেক যাত্রী আব্দুল মালেক।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো. আতিক জানান, শুক্রবার সকালে জামালপুর পৌরসভার বেলটিয়া টিউবওয়েল পাড় মোড়ে জামালপুরগামী ট্রাক যাত্রীবাহী ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইক চালক রোকন মারা যান ।
তিনি আরও জানান, এ ঘটনায় গুরুতর আহত বেলটিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান ও মেলান্দহের ঝাউগড়া ইউনিয়নের গাজীপুর এলাকার নাদের আলীকে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে যান। আহত শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়। পরে এ দুর্ঘটনায় আহত হওয়া আরেক যাত্রী আব্দুল মালেকের মৃত্যু হয়।