লোকবলের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে জামালপুর-ময়মনসিংহ রুটের দশটি রেলস্টেশন। বিপদজনক সিগন্যাল পয়েন্ট অতিক্রম করে এ লাইনে চলাচল করছে আন্তঃনগর, মেইলসহ ২৬টি ট্রেন। স্টেশন বন্ধ থাকায় এসব এলাকার মানুষ ট্রেনে যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনগুলো সচল করার প্রক্রিয়া চলছে।
জামালপুর-ময়মনসিংহ রুটে ২৪টি রেল স্টেশনের মধ্যে গত তিন বছর ধরে বন্ধ রয়েছে ১০টি স্টেশন। এসব স্টেশনের সিগন্যাল পয়েন্টে ২৪ ঘন্টাই থাকে বিপদজনক সংকেত। পূর্ববর্তী সচল স্টেশন থেকে চালককে ধরিয়ে দেয়া হয় কাগজে লেখা ক্লিয়ারেন্স। আর তা নিয়েই চালকরা ঝুঁকি নিয়ে বন্ধ স্টেশনের বিপদজনক সিগন্যাল অতিক্রম করেন।
স্টেশনগুলো বন্ধ থাকায় নিয়মিত সিগন্যাল ক্লিয়ারেন্স, পয়েন্ট বানানো, টিকেট বিক্রি, মালামাল বুকিংসহ বন্ধ রয়েছে সকল কার্যক্রম। রাতে বিরাজ করে ভুতুরে পরিবেশ।
সরিষাবাড়ি স্টেশন মাস্টার দেওয়ান হারুনুর রশীদ জানালেন, লোকবলের অভাব থাকায় পাশ্ববর্তী স্টেশন কর্মচারীদেরও কাজের চাপ বাড়ছে।
স্টেশনগুলো চালু করার প্রক্রিয়া চলছে বলে জানালেন, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ব্যবস্থাপক। বন্ধ থাকা স্টেশনগুলোর সব লোকবল পর্যায়ক্রমে নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি।