জামায়াতের আমির ডা. শফিকুরের ছেলে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:২৫ অপরাহ্ণ, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে সিলেট থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম।

সিটিটিসির এক কর্মকর্তা জানান, গ্রেফতাকৃত রাফাত সাদিক সাইফুল্লাহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিটিটিসি আরও জানায়, ২০২১ সালে আরাকানে রোহিঙ্গাদের পক্ষে জিহাদের জন্য রাখাইনের সশস্ত্র সংগঠন ‘আরসা’ ও ‘আরএসও’ উভয় সংগঠনের সঙ্গে যোগাযোগ করে হিজরত করেন। বান্দরবানের নাইক্ষংছড়ি সীমান্ত ‘আরএসও’ নেতাদের সঙ্গেও বৈঠক করেন রাফাত।

তবে রাফাতকে গ্রেফতারের বিষয়টি অফিসিয়ালি সিলেট মেট্রোপলিটন পুলিশ জানে না বলে জানিয়েছেন অতিরিক্ত (মিডিয়া) উপকমিশনার সুদীপ দাস।

সিলেট থেকে রাফাতের পরিবার জানায়, এটা সরকারের ষড়যন্ত্রের আরেকটি অংশ। সে কোনো ধরনের জঙ্গিবাদী সংগঠনের সঙ্গে জড়িত নয়।

নিউজটি শেয়ার করুন

জামায়াতের আমির ডা. শফিকুরের ছেলে গ্রেফতার

আপডেট সময় : ১১:০৭:২৫ অপরাহ্ণ, বুধবার, ৯ নভেম্বর ২০২২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে সিলেট থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম।

সিটিটিসির এক কর্মকর্তা জানান, গ্রেফতাকৃত রাফাত সাদিক সাইফুল্লাহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিটিটিসি আরও জানায়, ২০২১ সালে আরাকানে রোহিঙ্গাদের পক্ষে জিহাদের জন্য রাখাইনের সশস্ত্র সংগঠন ‘আরসা’ ও ‘আরএসও’ উভয় সংগঠনের সঙ্গে যোগাযোগ করে হিজরত করেন। বান্দরবানের নাইক্ষংছড়ি সীমান্ত ‘আরএসও’ নেতাদের সঙ্গেও বৈঠক করেন রাফাত।

তবে রাফাতকে গ্রেফতারের বিষয়টি অফিসিয়ালি সিলেট মেট্রোপলিটন পুলিশ জানে না বলে জানিয়েছেন অতিরিক্ত (মিডিয়া) উপকমিশনার সুদীপ দাস।

সিলেট থেকে রাফাতের পরিবার জানায়, এটা সরকারের ষড়যন্ত্রের আরেকটি অংশ। সে কোনো ধরনের জঙ্গিবাদী সংগঠনের সঙ্গে জড়িত নয়।