দল হিসেবে জামায়াতের বিচার করার জন্য আইনের পরিবর্তন জরুরি। এই আইন সংশোধনের জন্য ইতোমধ্যে মন্ত্রী পরিষদে পাঠানো হয়েছে। কিছু দিনের মধ্যেই এই আইন পাস হবে। তারপরেই বিচার কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিভিন্ন পত্র-পত্রিকায় দেখেছি এবং শুনেছি জামায়াত অন্য নামে নির্বাচন কমিশনে আবেদন করেছে। বিষয়টি আদালতের মতোই সাব-জুডিস ম্যাটার। আমরা দেখতে চাই নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয়। তারপরে এই বিষয়ে বক্তব্য রাখবেন বলে জানান আইনমন্ত্রী।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধীদের বিচার কাজ করে দেখিয়েছেন। অনেক রায় কার্যকর হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচনের আগে খালেদা জিয়াকে কারাগারে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।
আইনমন্ত্রী বলেন, দল হিসেবে জামায়াতের বিচারে জন্য শিগগিরই আইনে সংশোধনী আনা হবে। এছাড়া ভিন্ন নামে জামায়াতের আবেদন কিভাবে নিষ্পত্তি করে নির্বাচন কমিশন (ইসি) সেটি পর্যবেক্ষণ করবে সরকার বলেও জানান তিনি।
খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুই শর্ত বহাল রেখে তার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে গত ১৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এ নিয়ে ষষ্ঠবারের মতো কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়লো। এ দফায় তার মুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগের মতো খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং এসময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না- এ দুটি শর্তে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।