শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘বিমানের টিকিটের দাম বাড়ানোর সুযোগ আর নেই’ এবার মোদিকে যে সতর্কবার্তা দিলেন ট্রাম্প যারা হত্যা-লুটপাটে জড়িত নন, তাদের রাজনীতিতে বাধা নেই: রিজভী ঈদের আগেই ক্রেতাশূন্য বাজার, চালের সঙ্গে মুরগিও চড়া বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস-মোদি বৈঠকের উদ্যোগ ঝলমলে আলোকসজ্জায় ফুটে উঠেছে ঈদের আমেজ আ. লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক: আসিফ মাহমুদ আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: জামায়াত আমির আওয়ামী লীগকে পুনর্বাসনে চাপ দেওয়া হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ চীনের সঙ্গে যুদ্ধের গোপন পরিকল্পনা আমেরিকার গাজায় ৩ দিনে নিহত প্রায় ৬০০, চলছে স্থল অভিযান ইসরায়েলে হামাসের রকেট হামলা, তেল আবিবে সাইরেন এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী একরেমকে গ্রেপ্তারের পর উত্তাল তুরস্ক বাড়ছে বিক্ষোভ, নিরাপত্তা প্রধানকে সরিয়ে দিলেন নেতানিয়াহু শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় ব্রাজিলের

জামিনে ২৭ সন্ত্রাসীর মুক্তি, ফের আতঙ্ক

অনলাইন ডেস্ক
আপডেট : জানুয়ারি ২৫, ২০২৫
জামিনে ২৭ সন্ত্রাসীর মুক্তি নিয়ে ফের আতঙ্ক

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তালিকাভুক্ত ২৭ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়েছে। জামিনে মুক্তি পাওয়া এসব সন্ত্রাসীর নাম এসেছে সাম্প্রতিক কয়েকটি অপরাধমূলক কর্মকাণ্ডে। নতুন করে আতঙ্ক সৃষ্টি করা এই সন্ত্রাসীদের নিয়ে অপরাধ বিশ্লেষকরা বলছেন, পুরোনো সাম্রাজ্য ফিরে পেতে বেপরোয়া হয়ে উঠেছে তারা, যেকোনো মূল্যে এদের নিয়ন্ত্রণ করতে হবে। যদিও পুলিশের দাবি, জামিনপ্রাপ্তদের সন্ত্রাসীদের রাখা হয়েছে নজরদারিতে।

গত ২ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ককটেল বিস্ফোরণে আহত হন মিরপুরের রিও ফ্যাশন লিমিটেডের স্টোরকিপার। সিসিটিভি ফুটেজেও মিলেছে ঘটনার সত্যতা। ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে ঘটা এই হামলায় সেই রাতে গ্রেপ্তারও হয় একজন।

অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে মিরপুরের তৈরি পোশাক কারখানার ঝুটের নিয়ন্ত্রণ ছিল সাবেক ওয়ার্ড কাউন্সিলর রজ্জব হোসেনের হাতে। পুলিশ বলছে, ৫ আগস্টের পর ঝুট ব্যবসা নিয়ে নতুন দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

গত ১০ জানুয়ারি, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দুই ব্যবসায়ীকে কোপানোর নেপথ্যেও ছিল মার্কেট নিয়ন্ত্রণের দ্বন্দ্ব। এ ঘটনায় নাম এসেছে দুই শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমন ও ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের।

কারা অধিদপ্তরের তথ্য বলছে, ৫ আগস্টের পর মুক্তি পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য মিরপুরের কিলার আব্বাস ওরফে আব্বাস আলী, শাহাদত হোসেন, শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম, মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, হাজারীবাগের সানজিদুল ইসলাম ওরফে ইমন।

অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ‘অনেকগুলো অপরাধের সঙ্গে তাঁদের নাম আসায় বোঝা যাচ্ছে, নজরদারি হচ্ছে না সঠিকভাবে। আদৌ নজরদারি হয়েছে কিনা তা নিয়েও থেকে যায় সন্দেহ। এসব শীর্ষ সন্ত্রাসীদের প্রায় সকলেরই রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় আছে। রাজনৈতিক দলগুলো এমন পর্যায়ে যেতে হবে যে, তাঁরা কোনো সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয় দেবে না।’

পুলিশ বলছে, সন্ত্রাসীদের অপকর্ম ও আধিপত্যের লড়াই ঠেকাতে জামিন বাতিলের আবেদন করবে তারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘জামিন পাওয়া আসামিদের কর্মকাণ্ড আমাদের নজরদারিতে রয়েছে। তাঁরা যদি কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে যায় তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব।’

অনেকেই অভিযোগ করেন, স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীদের ছত্রছায়াতেই এসব সন্ত্রাসী চাঁদাবাজি-দখলবাজি করছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ