বিএনপি নেতা ইশরাক হোসেনকে জামিন দিয়েছেন আদালত । মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় এ আদেশ দেন।
ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানিয়েছেন, তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় মুক্তিতে বাধা নেই।
এর আগে ৬ এপ্রিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রচারপত্র বিলির সময় বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে থেকে ইশরাককে গ্রেপ্তার করে মতিঝিল থানা-পুলিশ।
সেসময় মতিঝিল থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, ২০২০ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় আদালত থেকে তার পরোয়ানা জারি ছিল। এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছি।
এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: চলতি বছরের সংক্ষিপ্ত সিলেবাসেই ২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা (ভিডিও)
এই মামলায় ইশরাকের বিরুদ্ধে ২০২১ সালের ১৮ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। বর্তমানে মামলাটি তদন্তাধীন। আগামী ২৬ মে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।