স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি পৌঁছেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। রাষ্ট্রপতিকে বহনকারী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট আজ স্থানীয় সময় দুপুর ১২ঃ৪৫ মিনিটে বার্লিন ব্রান্ডেনবার্গ এয়ারপোর্টর পৌছালে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া তাকে স্বাগত জানান।
চিকিৎসার জন্য শুক্রবার (২৮শে অক্টোবর) দিবাগত রাতে কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সহধর্মিণী রাশেদা খানমকে নিয়ে তিনি বাংলাদেশ সময় রাত ৩টা ২০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ১৬ দিনের এ সফরে তিনি জার্মানি ও যুক্তরাজ্যে যাবেন।
রাষ্ট্রপতি জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চোখ পরীক্ষা করাবেন। ১৩ই নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার।