শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

জাহানারার নতুন মাইলফলক স্পর্শ!

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ১০, ২০২২
জাহানারার নতুন মাইলফলক স্পর্শ!

নারী এশিয়া কাপের সেমিফাইনালে যাওয়ার পথে শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এমন ম্যাচেই টস জিতে আগে বল করে লঙ্কানদের নাগালের মধ্যে রাখছিল টাইগ্রেসরা। তবে বৃষ্টিবাধায় আপাতত খেলা বন্ধ রয়েছে। এদিকে খুশিরধারায় ভাসছে জাহানারা আলম। স্পর্শ করেছেন নতুন মাইলফলক।

লঙ্কান দুই ওপেনার শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন। সালমা খাতুন ও জাহানারার বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিলেন লঙ্কান ওপেনার। ম্যাচের দ্বিতীয় ওভারের শেষ বলে চামারি আথাপাত্থুকেকে বোল্ড করেন জাহানারা আলম। আর এই উইকেট তুলে নিয়ে ১০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের এই পেসার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে বৃষ্টির শঙ্কা ছিল। ম্যাচের শুরু থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তবে ১৮ ওভার পর্যন্ত ম্যাচ গড়িয়েছে। বৃষ্টির আগপর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ছিল ১৮.১ ওভারে ৫ উইকেটে ৮৩ রান।

এক উকেট হারিয়ে ধীরগতির ব্যাটিংয়ে চাপ আরও বাড়তে থাকে লঙ্কান ব্যাটসম্যানদের ওপর। পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেটে ২৩ রান তোলে শ্রীলঙ্কা। তবে অষ্টম ওভারে সানজিদা আক্তার মেঘলা ফেরান মাধবীকে। পরের ওভারে আক্রমণে এসে রুমানা আহমেদ তুলে নেন নতুন ব্যাটার আনুষ্কা সানজিওয়ানিকে। ৩১ রানে ৩ উইকেট পড়ার পর বড় বিপদে পড়েন লঙ্কান মেয়েরা। ১০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৩৬ রান।

এমন বাজে শুরুর পর নিলাক্ষী ডি সিলভার ব্যাটে যা একটু পথের দেখা পায় লঙ্কানরা। কিন্তু ১৯তম ওভারের প্রথম বলের পরই বৃষ্টি নামে। যার ফলে খেলা আর মাঠে গড়ায়নি। ২৮ রানে অপরাজিত নিলাক্ষী। তার সঙ্গে এক রানে অপরাজিত আছেন ওশাদি রানাসিংহে।


এ বিভাগের অন্যান্য সংবাদ