তৃতীয় মেয়াদে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা নির্বাচিত হওয়ায় প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২৩শে অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
শুভেচ্ছাবার্তায় চীনের প্রেসিডেন্টের সাফল্য কামনা করেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।
রোববার বিবিসি জানিয়েছে, কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস অধিবেশনে তৃতীয়বারের জন্য চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। পার্টির প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের পর তিনিই চীনের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন।