বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত হলো আফগানদের

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ৭, ২০২২
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত হলো আফগানদের

ওপেনার ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো সফরকারী আফগানিস্তান ক্রিকেট দল।

হারারেতে গতরাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে। সিরিজ জয়ের পাশাপাশি ২-০ ব্যবধানে এগিয়েও গেল সফরকারী আফগানিস্তান। আগামী ৯ জুন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
হারারেতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। ওপেনার ইনোসেন্ট কায়া ও মিডল-অর্ডার ব্যাটার রায়ান বার্লের জোড়া হাফ-সেঞ্চুরিতে সবক’টি উইকেট হারিয়ে ২২৮ রানের পুঁিজ পায় জিম্বাবুয়ে। কাইয়া ৭৪ বলে ৬৩ ও বার্ল ৬১ বলে অপরাজিত ৫১ রান করেন। এছাড়া সিকান্দার রাজার ব্যাট থেকে আসে ৪০ রান।

বল হাতে আফগানিস্তানের ফরিদ আহমাদ ৩টি উইকেট নেন। ফজলহক ফারুকি-মোহাম্মদ নবি ও রশিদ খান ২টি করে উইকেট নেন।

২২৯ রানের জয়ের লক্ষ্যে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ৪ রান করে বিদায় নেন উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ।
দলীয় ১৭ রানে গুরবাজকে হারানোর পর দ্বিতীয় উইকেটে জাদরান ও রহমত শাহ ২৩৪ বলে ১৯৫ রানের জুটি গড়েন। রহমত ৮৮ রানে থামলেও, ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন জাদরান। ১৩৮ বল খেলে ১৬টি চারে অনবদ্য ১২০ রান তুলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।

সিরিজটি বিশ^কাপ সুপার লিগের অংশ হওয়ায়, ১১ ম্যাচে ৯ জয় ও ২ হারে ৯০ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের তৃতীয়স্থানে আফগানিস্তান। ১৪ ম্যাচে ৩ জয়, ১০ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচের কারনে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তমস্থানে জিম্বাবুয়ে।
১৮ ম্যাচে ১২ জয় ও ৬ হারে ১২০ পয়েন্ট নিয়ে সুপার লিগে টেবিলের শীর্ষে বাংলাদেশ। দ্বিতীয়স্থানে থাকা বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সংগ্রহ ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট।


এ বিভাগের অন্যান্য সংবাদ