বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশের বাজার আবারও বাড়লো সোনার দাম আইএমএফের ঋণের চতুর্থ কিস্তির অনুমোদন পেছালো বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস প্লে-অফ দৌড়ে ৭ ছক্কায় টিকে রইল ঢাকা জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতে রোহিঙ্গা ইস্যু স্থানীয় নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ তীব্র সমালোচনার পর যেসব খাতে প্রত্যাহার হলো ভ্যাট মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর আ.লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল না: মঈন খান সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান পলক ও আতিকসহ ৪ জনের রিমান্ড সাবেক আইজিপি মামুনসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি উন্নয়নের নামে ডলার পাচার, বেড়েছে দাম কমেছে রিজার্ভ ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো অস্ট্রেলিয়া

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৩১, ২০২২
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো অস্ট্রেলিয়া

পেসার মিচেল স্টার্ক ও স্পিনার এডাম জাম্পার বোলিং নৈপুন্যে এক ম্যাচ হাতে রেখেই সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিক অস্ট্রেলিয়া।
আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৮ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। প্রথম ওয়ানডে ৫ উইকেটে জিতেছিলো অসিরা। সিরিজ জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে থাকলো অস্ট্রেলিয়া।
নিজেদের মাঠ টাউন্সভিলে টস জিতে এবারও প্রথমে বোলিং করতে নামে অস্ট্রেলিয়া। পেসার মিচেল স্টার্কের বোলিং তোপে ১৪ রানেই ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। তিন উইকেটের সব ক’টিই নেন স্টার্ক।
শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করেও, ব্যর্থ হয় জিম্বাবুয়ের মিডল-অর্ডার ব্যাটাররা। মিডল-অর্ডারে সিন উইলিয়ামস-সিকান্দার রাজা-রেগিস চাকাভাদের বড় ইনিংস খেলতে দেননি অসিদের এডাম জাম্পা-ক্যামেরুন গ্রিন। ফলে ২৭ দশমিক ৫ ওভারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্ব নি¤œ ৯৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন উইলিয়ামস। ১৭ রানের বেশি করতে পারেননি ইনফর্ম রাজা। ১০ রান করে করেন অধিনায়ক চাকাভা-টনি মুনওয়াঙ্গা-রায়ান বার্ল। অস্ট্রেলিয়ার স্টার্ক ২৪ রানে ও জাম্পা ২১ রানে ৩টি করে উইকেট নেন। আগের ম্যাচে ৫ উইকেট নেয়া ক্যামেরুন গ্রিনের শিকার ছিলো ২ উইকেট।
৯৭ রানের সহজ টার্গেটে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ১৬ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরেন অসি দুই ওপেনার। ডেভিড ওয়ার্নার ১৩ ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১ রান করেন।
তৃতীয় উইকেটে দলের হাল ধরেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি। জিম্বাবুয়ের বোলারদের কোন সুযোগ না দিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান তারা। ১৫তম ওভারেই অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন স্মিথ-ক্যারি। তৃতীয় উইকেটে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা।
৮টি চার ও ১টি ছক্কায় ৪১ বলে অপরাজিত ৪৭ রান করেন স্মিথ। ৩৩ বলে অপরাজিত ২৬ রান করেন ক্যারি। ম্যাচ সেরা হয়েছেন স্টার্ক।
আগামী ৩ সেপ্টেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।


এ বিভাগের অন্যান্য সংবাদ