জি-টুয়েন্টির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানাবে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, বিশ্ব শান্তির জন্য সব দেশকে উস্কানি দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হবে। এ সম্মেলনে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন তিনি। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন মন্ত্রী।
শিল্পোন্নত দেশের জোট জি-টুয়েন্টির সম্মেলন বসছে ভারতের দিল্লিতে। ১৯টি ধনী দেশ ও ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ের এ ফোরামে সদস্য না হলেও অতিথি হিসেবে থাকছে বাংলাদেশ। বুধবার (১ মার্চ) শুরু হওয়া দুই দিনের সম্মেলনে যোগ দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মন্ত্রী জানিয়েছেন, সম্মেলনের পাশাপাশি ভারত, ফ্রান্স, সুইডেনসহ বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাইডলাইন বৈঠক করবেন তিনি।
আগামী সেপ্টেম্বরে জি-টুয়েন্টির শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত যাবার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।