বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পলিথিন ব্যাগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: পরিবেশ উপদেষ্টা আন্দোলনে নিহতের পরিবার প্রাথমিকভাবে পাবে ৫ লাখ, আহত ১ লাখ অর্জিত বিজয় যেন নষ্ট না হয়: মির্জা ফখরুল রাষ্ট্র পুনর্গঠনের তাগিদ ফরহাদ মজহারের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মুহাম্মদ আবদুল্লাহ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প বাতিল : পরিকল্পনা উপদেষ্টা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী : জনপ্রশাসন মন্ত্রণালয় রংধনু গ্রুপের রফিক ও মিজানের ফাঁসির দাবিতে মানববন্ধন না ফেরা পুলিশ সদস্যদের আর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন মামলায় মানিক-সালমান-পলক-মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে আরো ২২ আনসার গ্রেপ্তার, রিমান্ডে ৭ জন পণ্য রপ্তানির আড়ালে ১০০০ কোটি টাকা পাচার বেক্সিমকোর আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ও রোগী বেড়েছে দ্বিগুণ

জুভেন্টাসে ফিরতে পেরে খুশি পগবা

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ১৩, ২০২২
জুভেন্টাসে ফিরতে পেরে খুশি পগবা

ওল্ড ট্রাফোর্ডে অধিকাংশ সময় অস্বস্তিবোধ করতেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। বিশেষ করে শেষ কয়টি মৌসুম ছিল খুবই অস্বস্তির। তবে ২৯ বছর বয়সি এই তারকা জুভেন্টাসে প্রত্যাবর্তনের বিষয়টি গতকাল ব্যাখ্যা করার সময় যে হাসিটি তার মুখে ফুটে উঠেছিল তাই অনেক কিছু বলে দিয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ ছয় বছর কাটানোর পর ফের জুভেন্টাসে ফিরে সংবাদ সম্মেলনে পগবা বলেন,‘ জুভেন্টাসে এসে মনে হচ্ছে আমি যেন নিজ গৃহে ফিরে এসেছি।’
বিনা ট্রান্সফারে সোমবার জুভেন্টাসের সঙ্গে নতুন চুক্তি সম্পাদন করেছেন পগবা। চার বছরের জন্য করা এই চুক্তি অনুযায়ী তিনি প্রতি মৌসুমে ৮ মিলিয়ন ইউরো পাবেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। সেই সঙ্গে বোনাস হিসেবে থাকছে আরো ২ মিলিয়ন ইউরো।
পগবা বলেন,‘ ঘরে ফিরতে পেরে আমি সত্যিই আনন্দিত। জুভেন্টাসকে আমি আসলেই নিজের ঘর মনে করি। আপনারা নিশ্চয় দেখছেন মানুষ আমাকে কিভাবে বরণ করে নিচ্ছে। এটি আমার কাছে স্বপ্নের চেয়েও বেশী কিছু।’
এর আগে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত জুভেন্টাসে সফল একটি স্পেল কাটিয়েছিলেন ২৯ বছর বয়সি পগবা। পরে তৎকালিন বিশ্ব রেকর্ড গড়া ১০৫ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি। প্রথম স্পেলে ওল্ড লেডিতে চারবার সিরি এ লীগের শিরোপা জয় করেছেন পগবা। সেই সঙ্গে জয় করেছেন ইতালিয় কাপের দুটি ট্রফি। ২০১৫ সালে ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলেছেন পগবা।
অপরদিকে ফরাসি তারকার যেগদানের সময় প্রিমিয়ার লিগে পড়তির দিকে নিমজ্জত হচ্ছিল ইউনাইটেড। দীর্ঘ নয় বছর ধরে প্রিমিয়ার লিগের শিরোপা থেকে দূরে রয়েছে রেড ডেভিলসরা। সেখানে অবস্থানকালে তার অর্জন বলতে ছিল প্রথম মৌসুমে ইংলিশ লিগ কাপ ও ইউরোপা লিগের শিরোপা। তবে ইউনাইটেডের ওই বাজে সময় নিয়ে নিজের মধ্যে কোন অনুশোচনা নেই বলে জানিয়েছেন পগবা।
তিনি বলেন,‘ আমি নিয়তিতে বিশ্বাসী। আমি যা কিছু পেয়েছি তাতেই সন্তুষ্ট। জীবন এমনই। এটি নিয়ে আমি কখনো অনুতপ্ত নই। কখনো কখনো আপনি হয়তো এমন কিছু পছন্দ করেন, যেটি শেষ পর্যন্ত আপনাকে তৃপ্তি এনে দিতে পারে না। তবে সেখানে আমি যে সময়টা কাটিয়েছি তা নিয়ে আমি সন্তুষ্ট। ম্যানচেস্টারে আমি গড়ে উঠেছি। অনেক কিছু শিখেছি এবং নিজেকে পরিণত করেছি।’
জুভেনন্টাসও বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো সংগ্রাম করছে। সাদা কালো জার্সির দলটির একসময়ের আধিপত্য এখন আর নেই। ১০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা নয়বার রেকর্ড শিরোপা জয়ের পর গত দুই মৌসুম ধরে সিরি এ লিগে শীর্ষ তিনের বাইরে পড়ে আছে ওল্ড লেডিরা। ২০১৯ সালে পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও পৌঁছাতে পারেনি দলটি।


এ বিভাগের অন্যান্য সংবাদ