জুলাইয়ের মধ্যে সনদ তৈরিতে সহযোগিতা চাইলেন আলী রীয়াজ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪২:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরির কাজ সম্পন্ন করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বৈঠকে তিনি এই আহ্বান জানান। এটি ছিল ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার চতুর্থ দিনের আলোচনা।

বৈঠকের শুরুতেই ড. রীয়াজ বলেন, ‘আমরা চাই জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদের কাজ শেষ হোক। এজন্য রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি আরও জানান, যেসব বিষয় এখনও অমীমাংসিত রয়েছে, সেগুলো নিয়ে আলোচনার নতুন ধাপ শুরু হবে আগামী রোববার থেকে।

চতুর্থ দিনের আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা বিষয়ক প্রস্তাবগুলো প্রাধান্য পেয়েছে বলে জানান ড. রীয়াজ।

এই ধারাবাহিক আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, ন্যাশনাল কনসারভেটিভ পার্টি অব বাংলাদেশ (এনসিপি) সহ মোট ২৯টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ের মধ্যে সনদ তৈরিতে সহযোগিতা চাইলেন আলী রীয়াজ

আপডেট সময় : ০৩:৪২:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরির কাজ সম্পন্ন করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বৈঠকে তিনি এই আহ্বান জানান। এটি ছিল ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার চতুর্থ দিনের আলোচনা।

বৈঠকের শুরুতেই ড. রীয়াজ বলেন, ‘আমরা চাই জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদের কাজ শেষ হোক। এজন্য রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি আরও জানান, যেসব বিষয় এখনও অমীমাংসিত রয়েছে, সেগুলো নিয়ে আলোচনার নতুন ধাপ শুরু হবে আগামী রোববার থেকে।

চতুর্থ দিনের আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা বিষয়ক প্রস্তাবগুলো প্রাধান্য পেয়েছে বলে জানান ড. রীয়াজ।

এই ধারাবাহিক আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, ন্যাশনাল কনসারভেটিভ পার্টি অব বাংলাদেশ (এনসিপি) সহ মোট ২৯টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।