শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান ‘নতুন প্রস্তাবের সঙ্গে ৩১ দফা মিলে যাবে’ এ বছর হজ নিবন্ধনের সময় বাড়ছে না দুর্বল সাত ব্যাংক সহায়তা পেল ৬৫৮৫ কোটি টাকা আইন উপদেষ্টাকে হেনস্তা: জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ’ পিবিআইর কাছে সাগর-রুনি হত্যার ৩২০১ পৃষ্ঠার নথি হস্তান্তর আমির হোসেন আমুর বিরুদ্ধে বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে মামলা ‘আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠান’ ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশেষ ‍দূত নিয়োগ ট্রাম্পের ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক যুবকদের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত পুলিশ ছাড় পাবে না: উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : অক্টোবর ১৩, ২০২৪
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত কোনো পুলিশ ছাড় পাবে না: উপদেষ্টা নাহিদ

জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কোনো পুলিশ সদস্য ছাড়া পাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ (রোববার, ১৩ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজে ছাত্র জনতার গণবিপ্লবে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর গুলিতে আহতদের আর্থিক সহায়তার চেক বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

এসময় তার সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত কোনো পুলিশ সদস্য ছাড় পাবে না।’

তিনি বলেন, ‘গণবিপ্লবে আহত ও শহীদেরা যাতে যোগাযোগ করতে পারে সে লক্ষ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ১৬০০০ নম্বরের হটলাইন খোলা হয়েছে, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এখানে যোগাযোগ করা যাবে।’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘ঢাকার হাসপাতালগুলো কাভার করার পর ঢাকার বাইরে বিভাগগুলোতে থাকা হাসপাতালগুলোতে এ সপ্তাহে অর্থ সহায়তা চলে যাবে। বর্তমানে যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের আর্থিক সহায়তা দেয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছি। এছাড়াও আন্দোলনে যাদের হাত-পা, চোখ ক্ষতিগ্রস্ত তাদেরও গুরুত্ব দেয়া হচ্ছে।’

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত ১৭৬ শহীদ ও আহত পরিবারের মাঝে ১ কোটি ৭১ লক্ষ ৪২ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে। আজ ঢাকা মেডিকেল কলেজে ৩০ জনকে সহায়তা দেয়া হয়েছে। এ সপ্তাহের মধ্যে বাকি সহায়তা পৌঁছে যাবে, বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসা নিয়েছেন তাদেরও সহায়তা করা হবে।’

অন্যদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে।’

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা জড়িত তাদের পুলিশের পক্ষ থেকে কোন রকম হয়রানি যাতে করা না হয় সেজন্য নোট জারি করা হবে।


এ বিভাগের অন্যান্য সংবাদ