বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ‘ঐতিহাসিক’ প্রস্তাব পাস, ভারতসহ ভোট দেয়নি ৪৩ দেশ ইসরায়েলে নতুন করে অস্ত্র রপ্তানির অনুমোদন দেবে না জার্মানি লেবাননজুড়ে দ্বিতীয় দফায় পেজার বিস্ফোরণ, নিহত ২০ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ গ্রেপ্তার আরেকটি হত্যা মামলায় আসামি শেখ হাসিনা-রেহানা-জয়সহ ২১৬ জন আনিসুল হক ও সালমান এফ রহমান ফের ৫ দিনের রিমান্ডে ড. ইউনূসের সঙ্গে মোদির সম্ভাব্য বৈঠক হচ্ছে না পলিথিন ব্যাগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: পরিবেশ উপদেষ্টা আন্দোলনে নিহতের পরিবার প্রাথমিকভাবে পাবে ৫ লাখ, আহত ১ লাখ অর্জিত বিজয় যেন নষ্ট না হয়: মির্জা ফখরুল রাষ্ট্র পুনর্গঠনের তাগিদ ফরহাদ মজহারের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মুহাম্মদ আবদুল্লাহ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প বাতিল : পরিকল্পনা উপদেষ্টা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী : জনপ্রশাসন মন্ত্রণালয়

জুলাই মাসে রেমিট্যান্সে জোয়ার, দেশে এসেছে ২ বিলিয়ন ডলার

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ৩১, ২০২২
জুলাই মাসে রেমিট্যান্সে জোয়ার, দেশে এসেছে ২ বিলিয়ন ডলার

২০২২-২৩ অর্থবছরের প্রথম মাসের এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ব্যাপক বেড়েছে। চলতি জুলাই মাসের ২৮ দিনে প্রায় ২ বিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে এসেছে। গত বছর একই সময়ের চেয়ে যা প্রায় ৫ শতাংশ বেশি।

গত জুনে সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের তুলনায় বেশ কমে যায়। এ নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়। তবে নতুন অর্থবছরের আলোচ্য সময়ে প্রবাসী আয়ের ব্যাপক ঊর্ধ্বগতি হয়েছে। এতে দেশের অর্থনীতিতে উদ্ভূত চাপ অনেকাংশে কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, এ সঙ্কটময় মুহূর্তে রেমিট্যান্স বৃদ্ধি জরুরি ছিল। আশা করি, এখন মুদ্রাবাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

তিনি বলেন, এখনও মাসের ৩ দিনের হিসাব করা হয়নি। সবমিলিয়ে জুলাইয়ে মোট রেমিট্যান্স ২ দশমিক ২০ বিলিয়ন ডলার হতে পারে। মূলত ঈদের আগে প্রবাসীরা বেশি অর্থ পাঠান। তবে উৎসব শেষে তা কমে যায়। এবার কোরবানির আগে দ্রুতগতিতে রেমিট্যান্স আসে। এখন সেই ধারাতে আসছে।

গত ৩০ জুন ২০২২-২৩ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাং। তাতে বলা হয়, এবার রেমিট্যান্স বাড়বে। গত বছরের চেয়ে তা ১৫ শতাংশ বেশি আসবে।

২০২১-২২ অর্থবছরে মোট প্রবাসী আয় আসে ২১ দশমিক ০৩ বিলিয়ন ডলার। প্রত্যাশার চেয়ে যা বেশ কম। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ছিল ২০২০-২১ অর্থবছর। ওই সময়ে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পৌঁছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ