২০২২-২৩ অর্থবছরের প্রথম মাসের এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ব্যাপক বেড়েছে। চলতি জুলাই মাসের ২৮ দিনে প্রায় ২ বিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে এসেছে। গত বছর একই সময়ের চেয়ে যা প্রায় ৫ শতাংশ বেশি।
গত জুনে সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের তুলনায় বেশ কমে যায়। এ নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়। তবে নতুন অর্থবছরের আলোচ্য সময়ে প্রবাসী আয়ের ব্যাপক ঊর্ধ্বগতি হয়েছে। এতে দেশের অর্থনীতিতে উদ্ভূত চাপ অনেকাংশে কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, এ সঙ্কটময় মুহূর্তে রেমিট্যান্স বৃদ্ধি জরুরি ছিল। আশা করি, এখন মুদ্রাবাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
তিনি বলেন, এখনও মাসের ৩ দিনের হিসাব করা হয়নি। সবমিলিয়ে জুলাইয়ে মোট রেমিট্যান্স ২ দশমিক ২০ বিলিয়ন ডলার হতে পারে। মূলত ঈদের আগে প্রবাসীরা বেশি অর্থ পাঠান। তবে উৎসব শেষে তা কমে যায়। এবার কোরবানির আগে দ্রুতগতিতে রেমিট্যান্স আসে। এখন সেই ধারাতে আসছে।
গত ৩০ জুন ২০২২-২৩ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাং। তাতে বলা হয়, এবার রেমিট্যান্স বাড়বে। গত বছরের চেয়ে তা ১৫ শতাংশ বেশি আসবে।
২০২১-২২ অর্থবছরে মোট প্রবাসী আয় আসে ২১ দশমিক ০৩ বিলিয়ন ডলার। প্রত্যাশার চেয়ে যা বেশ কম। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ছিল ২০২০-২১ অর্থবছর। ওই সময়ে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পৌঁছে।