বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তথ্য গোপন করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে ২ বছরের কারাদণ্ড সংসদ নির্বাচনে ব্যালট প্রকল্পে ২ মিলিয়ন ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া তথ্য এখন জাতীয় নিরাপত্তার কৌশলগত অস্ত্র: পরিবেশ উপদেষ্টা আনিসুল হক-মোশাররফ হোসেন রিমান্ডে আসছে সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী ‘দখল-চাঁদাবাজি করে বিএনপি যেন আওয়ামী লীগ না হয়, লক্ষ্য রাখবেন’ গণতন্ত্রের জন্য অবাধ-সুষ্ঠু নির্বাচন জরুরি: রিজভী ‘এসএসএফকে রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে’ আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের বিরল রেকর্ড আর কাউকে হারাতে পারছে না ইন্তের মিলানো মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানে নজিরবিহীন হামলায় যুক্তরাষ্ট্র যোগ দেবে : ইসরাইল ‘সন্ত্রাসী ইহুদিবাদীদের’ কঠিন জবাব দেবে ইরান: খামেনি ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা পরিষদে ট্রাম্পের বৈঠক: হোয়াইট হাউস

জেমস ওয়েব টেলিস্কোপে তোলা প্রথম রঙিন ছবি প্রকাশ

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ১২, ২০২২
জেমস ওয়েব টেলিস্কোপে তোলা প্রথম রঙিন ছবি প্রকাশ

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে তোলা প্রথম পূর্ণ- রঙিন ছবি প্রকাশ করা হয়েছে। ছবিটিকে এখন পর্যন্ত মহাবিশ্বের সবচেয়ে গভীরতম, বিস্তারিত ইনফ্রারেড দৃশ্য বলা হয়। এতে গ্যালাক্সির আলো রয়েছে যা আমাদের কাছে পৌঁছাতে বহু বিলিয়ন বছর লেগেছে। এই ছবির মধ্যে টেলিস্কোপটির প্রাথমিক আয়নার ‘সেলফি’ও রয়েছে।

স্থানীয় সময় সোমবার (১১ জুলাই) হোয়াইট হাউসে ব্রিফিংকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম ছবিটি উন্মুক্ত করেছেন। এসময় তিনি বলেন, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা ছবিগুলো বিশ্বকে মনে করিয়ে দেবে আমেরিকা বড় কিছু করতে পারে।

জেমস ওয়েব দিয়ে তোলা আরো একটি ছবি আজ (মঙ্গলবার) প্রকাশ হওয়ার কথা রয়েছে। প্রথম ছবিটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

১০ বিলিয়ন ডলার খরচে তৈরি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ গত বছরের ২৫শে ডিসেম্বর চালু হয়েছিল। বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি জেমস ওয়েব৷

নাসা জানিয়েছে, এটি আকাশের সমস্ত ধরণের বিষয়বস্তু পর্যবেক্ষণ করবে, তবে এর দুটি লক্ষ্য রয়েছে। একটি হল ১৩.৫ বিলিয়ন বছরেরও বেশি আগে মহাবিশ্বে জ্বলতে থাকা প্রথম নক্ষত্রের ছবি তোলা; অন্যটি হ’ল দূরের গ্রহগুলি অনুসন্ধান করা যে তারা বাসযোগ্য হতে পারে কিনা।

নাসার বিজ্ঞানীরা এই টেলিস্কোপটি নিয়ে বেশ আশাবাদী। টেলিস্কোপ তৈরির সাথে যুক্ত বিজ্ঞানী ড. অ্যাম্বার স্ট্রঘন বিবিসি নিউজকে বলেন, “আমাদের প্রথম ছবিটি ছিল অসাধারণ। কিন্তু বিশদ বিজ্ঞানের ইঙ্গিত যা আমরা তাদের সাথে করতে পারব সেটাই আমাকে খুব উত্তেজিত করে।”

প্রোগ্রামার এরিক স্মিথ বলেন, “ওয়েবের ডিজাইন, ওয়েব যেভাবে দেখায়, আমি মনে করি, জনসাধারণ এই মিশনে সত্যিই মুগ্ধ হবে। এটি ভবিষ্যতের একটি মহাকাশযানের মতো দেখাবে।”


এ বিভাগের অন্যান্য সংবাদ