জেলহত্যায় জড়িতদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে জাতীয় চার নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ দাবি জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ৩ নভেম্বরের জেলহত্যা বাংলাদেশের ইতিহাসে আরও একটি কলঙ্কজনক অধ্যায়। জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে ভিন্ন এক বাংলাদেশ যাত্রার ষড়যন্ত্র চূড়ান্ত রূপ লাভ করে। খুনিদের খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করা ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার জোর দাবি জানাই।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই মানুষগুলোকে সুরক্ষিত স্থানে আটকে রেখে নির্মমভাবে হত্যা করা হয়েছে।