সীতাকুণ্ডে কন্টেইনার ডিপো বিস্ফোরণে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজে দেখতে গিয়ে ছাত্র লীগের হামলায় গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি আহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ।
আজ এক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী ও ইউসিএলবির সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার এবং জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবির সভাপতি কমরেড শাহ আলম, সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা শিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি কমরেড হামিদুল।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ন্যূনতম গণতন্ত্র চর্চার সুযোগ রাখছে না। সীতাকুণ্ডের ভয়াবহ দুর্ঘটনার সঙ্গে যুক্তদের আড়াল করতে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। নেতৃবৃন্দ দুর্বৃত্তদের প্রশ্রয় দেওয়া এবং প্রতিবাদের কণ্ঠ রুদ্ধ করার ফ্যাসিবাদী এই দুঃশাসনকে রুখে দাঁড়ানোর আহবান জানান।