রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হজ প্যাকেজে দুটি এয়ারলাইন্সকে নির্দিষ্ট করা নিয়ে আইনি নোটিশ উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরও ৫ জন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন: শ্রম উপদেষ্টা বিভিন্ন মোড়কে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে আ’লীগ মির্জা ফখরুলের সাথে সিঙ্গাপুর অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ শহীদ নূর হোসেন দিবসে শ্রদ্ধা শেখ হাসিনাসহ পলাতকদের ধরতে ইন্টারপোলের সহায়তা নেবে সরকার জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি: দুদক দোহায় হামাসের কার্যালয় থাকছে: কাতার ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪৪, লেবাননে ৩১ ‘জামাত সমর্থিত প্রার্থী প্রিয়াঙ্কা’, মুখ্যমন্ত্রীর বক্তব্যে তোলপাড় ট্রাম্পের জয়ে ৬৪০০ কোটি ডলার সম্পদ বেড়েছে শীর্ষ ধনকুবেরদের সেন্টমার্টিন নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে সরকার-পর্যটন ব্যবসায়ী প্রতিদিন অস্ট্রেলিয়াকে নতুন নতুন লজ্জা দিচ্ছে পাকিস্তান

জোবায়দার বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে: আপিল বিভাগ

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ১৩, ২০২২
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলা বাতিলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের ‘লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেন।

এর আগে ৭ এপ্রিল লিভ টু আপিলের শুনানি শেষে আপিল বিভাগ আজ ১৩ এপ্রিল আদেশের জন্য দিন ধার্য করেন। আদেশে আদালত আজ বলেন, ‘পিটিশন ইজ ডিসমিসড।’

জোবায়দা রহমানের পক্ষে ছিলেন আদালতে আইনজীবী ছিলেন সিনিয়র এডভোকেট এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

দুদক আইনজীবী বাসস’কে আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আবেদনটি খারিজ হওয়ায় জোবায়দা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে মামলাটি চলতে আইনগত কোনো বাধা রইলো না।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমান এবং সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি দায়ের করে দুদক। পরের বছর তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এর পর মামলা বাতিল চেয়ে জোবায়দা রহমান হাইকোর্টে আবেদন করেন।

শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট জোবায়দা রহমানের আবেদন খারিজ করে রায় দেন। হাইকোর্ট রায়ে ওই মামলায় আট সপ্তাহের মধ্যে জোবায়দা রহমানকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে ওই বছরই ‘লিভ টু আপিল’ করেন জোবায়দা রহমান। আজ ওই ‘লিভ টু আপিল নিস্পত্তি হলো।

ডা. জোবায়দা রহমান তার স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ