অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৩১ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। সোমবার (১৭ই অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রান করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৩ রানে থামে আইরিশরা।
জিম্বাবুয়ের জয়টা এসেছে সিকান্দার রাজার অলরাউন্ড নৈপুণ্যে। ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও ছিলেন কার্যকরি। আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের কোনো ওপেনার দাঁড়াতে না পারলেও ৪৮ বলে ৮২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন রাজা। তার সাথে মাধবেরের ২২ রান জংওয়ের ২০ রানের ক্যামিও ইনিংসে ১৭৪ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডের জশুয়া লিটল ২৪ রান দিয়ে নেন তিনটি উইকেট।
১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জিম্বাবুয়ে বোলারদের তোপের মুখে পড়ে আইরিশ ব্যাটাররা। ইনিংসের দ্বিতীয় বলেই অভিজ্ঞ পল স্টার্লিংয়ের উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড। অ্যান্ডি বালবিরনি ৪ বল খেলে আউট হয়ে যান ৩ রান করে। লরকান টাকার ১১ বলে করেন ১১ রান।
হ্যারি টেকক্টর ৪ বল খেলে আউট হয়ে যান ১ রান করে। ২২ রানে ৪ উইকেট হারিয়ে মোটামুটি ঘুঁকতে থাকে আইরিশরা। মিডল অর্ডারে এসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আয়ারল্যান্ড। কার্টিস ক্যাম্পার ২৭, জর্জ ডকরেল ২৪ এবং গ্যারেথ ডেলানি করেন ২৪ রান। তবে তাতে শুধু হারের ব্যবধানটাই কমেছে।
নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানে থেমে যায় আইরিশরা। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি।