শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

ঝলমলে আলোকসজ্জায় ফুটে উঠেছে ঈদের আমেজ

অনলাইন ডেস্ক
আপডেট : মার্চ ২১, ২০২৫
ঝলমলে আলোকসজ্জায় ফুটে উঠেছে ঈদের আমেজ

ঈদের আনন্দ শুরু হয়ে যায় ঈদকে কেন্দ্র করে কেনাকাটার মধ্যদিয়েই। শহরের অনেকেই দিনের ব্যস্ততা শেষে বেছে নেয় সন্ধ্যা, রাতকে। আর ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন মার্কেট, বিপণি বিতান, সুপার শপ আর এর সামনের সড়ক সাজিয়েছে আলোয় আলোয়। ঝলমলে আলোকসজ্জায় ফুটে উঠেছে ঈদের আমেজ।

নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের দাম এই রমজানে সহনীয় পর্যায়ে থাকলেও ঈদের পোশাকে কিছুটা বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। অনেক সামর্থবানই নিজের পাশাপাশি গরিব দুঃখী প্রতিবেশীর জন্য কিনছেন ঈদ উপহার। এভাবেই রমজানে আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে ঐক্যের এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ধর্মপ্রাণ মুসলমানদের।

আপনাকে বিলিয়ে আসমানি তাগিদের আনুগত্য… সোনা-দানা আর বালাখানা সবই আল্লাহর রাহে… যাকাত দিয়ে মুসলিমের নিঁদ ভাঙিয়ে যেন ঈদের আগেই খুশি শুরু হয়েছে শহর জুড়ে।

ঈদে নতুন পোশাকে রাঙাতে বিভিন্ন মার্কেটে ভিড় করছেন শিশু, নারী, বৃদ্ধ, তরুণ প্রত্যেকে। সকাল, দুপুর, বিকেল কিংবা সন্ধ্যা রাতে ঈদ আনন্দ যেন শুরু হয়েছে শপিং ব্যাগে। যেখানে রাতের দৃশ্য তৈরি করেছে আলাদা আকর্ষণ।

আলোয় আলোয় সেজেছে শহরের এই সড়ক, বিপণি বিতান, সুপার শপও। হাসছে কৃত্রিম চাঁদ তারা। মরিচ বাতির ঝলমলে আলোকসজ্জায় ফুটে উঠেছে ঈদের আমেজ। সব মিলিয়ে এ যেন এক অন্য রমজান সন্ধ্যে থেকে রাতের শহরে।

ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের আকৃষ্ট করতে এই আলোকসজ্জাও এক কৌশল। রোজার ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততোই বাড়ছে ক্রেতা সমাগম, বেচা বিক্রি।

সারাদিন রোজা শেষে ক্রেতাদের বড় একটা অংশ আসে সন্ধ্যায়, রাতে। এই সময়েই শপিংয়ে স্বাচ্ছন্দ্য তাদের। তবে বিগত সময়ের চেয়ে বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের দাম এই রমজানে সহনীয় পর্যায়ে থাকলেও ঈদের পোশাকে কিছুটা বাড়তি দামের অভিযোগ তাদের।

শৈশবের ঈদ আনন্দ ছাড়াতে পারে না অন্য কোনো বয়সে। বাবা-মায়ের হাত ধরে শিশুরাও নতুন পোশাকের আকর্ষণে মার্কেটে।


এ বিভাগের অন্যান্য সংবাদ