ঈদকে কেন্দ্র করে চলতি মাসের দুই তারিখে প্রকাশ পেয়েছে শিমা, রিজান ও আলভির কণ্ঠে ‘রুপের জাদু’ শিরোনামের র্যাপ গান। গানটি প্রকাশের মাত্র দুই সপ্তাহে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে নম্বর ওয়ান ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে। একই সঙ্গে ভিউয়ের দিকে অর্ধকোটি অতিক্রম করেছে আলভির নতুন এই গানটি।
‘রুপের জাদু’ গানটিতে সিয়ামের সঙ্গে কণ্ঠ দিয়েছেন রিজান। পাশাপাশি এর র্যাপ ভার্সনেও কণ্ঠ দিয়েছেন তিনি। আর রাকিব আহমেদের তৈরি এই গানটিতে মডেল হয়েছেন অনামিকা ঐশি।
বুধবার (১৮ মে) পর্যন্ত ইউটিউবে ৬৬ লাখ ৫০ হাজারের বেশিবার দেখা হয়েছে ‘রুপের জাদু’ গানটি। আর গানটি পছন্দ করেছেন দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষ। পাশাপাশি মন্তব্যের ঘরে শুভাকাঙ্ক্ষীদের প্রশংসামূলক মন্তব্য তো রয়েছেই।
এদিকে গানটি ইউটিউব ছাড়াও টিকটকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেখানে অনেক ব্যবহারকারী গানটির অডিওর ছোট ছোট অংশ নিয়ে ভিডিও তৈরি করে পোস্ট এবং শেয়ার করছেন। আর সেখান থেকেই ইউটিউবে অনেকে দেখতে আসছেন গানটি।