ডারবান টেস্টে বাংলাদেশের ক্রিকেটারদের অসহনীয় মাত্রায় স্লেজিং করেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। এছাড়া আম্পায়ারদের পক্ষপাতিত্বের শিকার হন টাইগাররা। এ নিয়ে অভিযোগ করেন খোদ সফরকারী দলের অধিনায়ক মুমিনুল হক।
তবে সেই অভিযোগ উড়িয়ে দিলেন স্বাগতিক ক্যাপ্টেন ডিন এলগার। তিনি বলছেন, প্রোটিয়ারা সিরিয়াসলি ক্রিকেট খেলে। তবে প্রতিপক্ষ খেলোয়াড়দের আক্রমণ করা থেকে বিরত থাকে। তাদের ত্যক্ত-বিরক্ত কিংবা অশ্লীল শব্দ ব্যবহার করেন না।
ডারবান টেস্টে গুরুতরও স্লেজিংয়ের শিকার হয়েছেন মুমিনুলরা। এ অভিযোগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) নালিশ করার কথাও চিন্তা করেছিল বিসিবি।
এ প্রসঙ্গে দ্য সাউথ আফ্রিকাকে এলগার বলেন, ‘আমি মনে করি না, তারা বিষয়টি সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছে। আমরা ক্রিকেটটা সিরিয়াসলি খেলি। তবে কাউকে মানসিকভাবে আঘাত করি না।’
তিনি বলেন, এটা টেস্টে ক্রিকেট। এখানে নানাভাবে ক্রিকেটারদের ধৈর্যের পরীক্ষা নেয়া হয়। প্রতিপক্ষকে বিষয়টি বুঝতে হবে।
এজন্য বাংলাদেশকে দারুণ একটি পরামর্শ দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। এলগার বলেন, বিদেশ সফরে টাইগার ক্রিকেটারদের আরও মানসিকভাবে শক্ত হতে হবে। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলার জন্য এর বিকল্প নেই।
তিনি বলেন, ‘আমি আবারও বলছি, আমরা বাংলাদেশি ক্রিকেটারদের স্লেজিং করিনি। কারণ, আমরা এখনও তাদের সম্মান করি। আমি মনে করি, আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ স্তরে ক্রিকেট খেলার জন্য তাদের আরও মানসিকভাবে শ্ক্ত হতে হবে। কেননা, প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তারা অভ্যস্ত নয়।’