চীনে আঘাত হেনেছে বছরের প্রথম টাইফুন ‘চাবা’। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলের গুয়াংডং প্রদেশের মাওমিং শহরে টাইফুনটি আঘাত হানে। এসময় ব্যাপক ঝড় ও বৃষ্টিপাত শুরু হয় অঞ্চলটিতে। ফলে প্রদেশটিতে ভারী বৃষ্টিপাত ও উচ্চঝুঁকির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার দিকে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার গতিতে ধেয়ে যাওয়া এই টাইফুনের নাম হিবিস্কাস ফুলের থাই নাম অনুযায়ী ‘চাবা’ রাখা হয়েছে। টাইফুনের আঘাতে দক্ষিণ চীন সাগরে ৩০ জন যাত্রী নিয়ে একটি জাহাজ ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছে প্রায় ২৪ আরোহী।
ইতোমধ্যেই হংকং থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নিখোঁজ ক্রুদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তিনজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।