কয়েকদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার স্বত্ব পাঁচ বছরের জন্য বিক্রি করে ৫০ হাজার কোটি টাকা আয় করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে মাস না যেতেই অর্থের অভাবে ভুগছে বিশ্বের সবচেয় ধনী ক্রিকেট বোর্ডটি।
ভারতের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ প্রথম শ্রেণির ক্রিকেট রঞ্জি ট্রফিতে ব্যবহার করা হচ্ছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। তারা জানায়, ডিআরএস প্রযুক্তি কাজে লাগানোর মতো টাকা নেই বোর্ডের। এ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
ডিআরএস পদ্ধতি না থাকায় নকআউট পর্বের প্রায় প্রতিটি ম্যাচেই আম্পায়ারদের ভুল চোখে পড়েছে। সেমিফাইনালে পশ্চিমবঙ্গ বনাম মধ্যপ্রদেশের ম্যাচে একাধিক ভুল করেছেন আম্পায়াররা। যে ম্যাচগুলো টিভিতে দেখানো হয়নি, সেখানেও ভুল সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে অনেকের ধারণা। তবে এ বিষয়ে পাত্তাই দিচ্ছে না বিসিসিআই।
এ ব্যাপারে ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা বলেন, ডিআরএস ব্যবহার করতে গেলে খরচ অনেকটাই বেড়ে যায়। স্থানীয় আম্পায়ারদের ওপর আমাদের আস্থা রয়েছে। ফাইনালে ডিআরএস না থাকলে এমন কী আসে যায়! মাঠের আম্পায়ারদের ভরসা করতে হবে।
তিনি আরও বলেন, ভারতের দুই সেরা আম্পায়ার কেএন অনন্তপদ্মনাভন এবং বীরেন্দ্র শর্মা রঞ্জির ফাইনাল ম্যাচের দায়িত্বে। ফাইনালে যদি ডিআরএস চালু করতে হয়, তাহলে গ্রুপ পর্বের ম্যাচেও শুরু করা উচিত।
উল্লেখ্য, ২০১৯-২০ মৌসুমের সেমিফাইনালে সীমিত মাত্রায় ডিআরএস ব্যবহার করা হয়েছিল। সেখানে আসল যে দুটি বিভাগ, সেই হক আই ও আল্ট্রাএজই ছিল না। ফলে কর্নাটকের বিরুদ্ধে ম্যাচে সৌরাষ্ট্র ব্যাটার চেতেশ্বর পুজারা দুইবার কট বিহাইন্ড হওয়ার হাত থেকে বেঁচে যান। কর্নাটক অভিযোগ করে, আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের জন্যই তারা হেরেছে।