টাঙ্গাইলের কালিহাতী ও মির্জাপুরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। দুর্ঘটনা দু’টিতে আহত হয়েছে আরও ৩ জন। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
শুক্রবার (১৪ই জুন) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বাগুটিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সামনে প্রথম দুর্ঘটনাটি ঘটে। একটি যাত্রীবাহী প্রাইভেটকার টাঙ্গাইল থেকে ময়মনসিংহের যাবার সময় কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। শিশুসহত আহত ৫ জনকে টাঙ্গাইল জেনরেল হাসপাতালে ভর্তি করা হয়। সকালে চিকিৎসধীন অবস্থায় শিশুসহ দুইজন মারা যায়।
এদিকে, দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায়। ঢাকা থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহী নিহত হয়।