টানা তৃতীয় জয়ে আইপিএলের শীর্ষে এখন শ্রেয়াস আয়ারের কলকাতা নাইট রাইডার্স। বুধবার (৩ এপ্রিল) বিশাখাপট্টনমে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর ২৭২ করে দিল্লি ক্যাপিটালসকে ১০৬ রানে হারায় দুইবারের শিরোপাজয়ীরা। গত ২৭ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩ উইকেটে ২৭৭ রান করে আইপিএলে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। সপ্তাহ না পেরোতেই সেই রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে চলে এসেছিলো কেকেআর।
বুধবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শেষ ওভারে ১৪ রান নিলেই হায়দরাবাদকে ছাড়িয়ে যেতো শ্রেয়াস আয়ারের দল। সেটি হয়নি। তবে ৭ উইকেটে ২৭২ তুলে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ঠিকই গড়ে ফেলেছে কলকাতা। ওপেনার সুনিল নারিন ৩৯ বলে সাতটি করে চার-ছক্কায় ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।
এছাড়া অঙ্করিশ রাঘুভান্সি ২৭ বলে ৫৪, আন্দ্রে রাসেল ১৯ বলে ৪১, রিঙ্কু সিং ৮ বলে ২৬ রান করেন। বিশাল রান তাড়ায় ধ্বসে পড়ে দিল্লির ব্যাটিং। ১৭ ওভার দুই বলে ১৬৬ রানে অলআউট হয় ঋষভ পন্তের দল। অধিনায়কের ২৫ বলে চার চার ও পাঁট ছক্কায় ৫৫ আর ক্রিস্টান স্টাবসের ৩২ বলে চারটি করে চার-ছক্কায় ৫৪ রান ছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি। কলকাতার পেসার বৈভব অরোরা ২৭ রানে, লেগ স্পিনার বরুণ চক্রবর্তী ৩৩ রানে তিনটি করে উইকেট নিয়ে দিল্লির ব্যাটিংয়ে ধ্বস নামান।