বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম পুতুল, টিউলিপসহ সাতজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ ৪ বছর করার সুপারিশ ‘দুইবারের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না’ সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা বা‌হিনীর যারা বাড়াবাড়ি করেছে তাদের ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নেতৃত্বদানে অগ্নিপরীক্ষার সামনে ডোনাল্ড ট্রাম্প উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন বদলি তারকার গোলে লিভারপুলের ড্র দুই গোলে এগিয়ে থেকেও জয়হীন ম্যানসিটি ছাগলকাণ্ডে জড়িত মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার ‘ডেসটিনির এমডি রফিকুলের মুক্তিতে বাঁধা থাকছে না’ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেকসহ সব আসামি খালাস

টানা ১৭ দিন করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ১০

রিপোর্টারের নাম :
আপডেট : মে ৭, ২০২২

গেল ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সারা দেশে সর্বমোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৭৭৬ জনে।

এদিকে, গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১৭ দিন করোনায় মৃত্যুশূন্য দিন পার করল বাংলাদেশ। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই রয়েছে। সর্বশেষ গত ২০শে এপ্রিল করোনা আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরG

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সরকারি-বেসরকারি ৮৭৯টি পরীক্ষাগারে ২ হাজার ৬৩৯টি নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ। আর এ পর্যন্ত মোট করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

এদিকে, গেল একদিনে করোনা থেকে সুস্থতার সংখ্যা ২১৭ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৯৭ হাজার ২৬৩ জন।

অন্যদিকে, এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রন্ত হয়ে মারা গেছেন ৬২ লাখ ৭৫ হাজার জন। এছাড়া ৫১ কোটি ৬৬ লাখ ৭৭ হাজার ৬৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৪৭ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৭৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। তবে, প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ই মার্চ।


এ বিভাগের অন্যান্য সংবাদ