টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে আজ (সোমবার) একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্রিসবেনের গ্যাবা ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচটি বৃস্টির কারণে ভেসে গিয়েছে অস্ট্রেলিয়ার। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ-ওয়ানের চতুর্থ স্থানে আছে দলটি। সেমিফাইনালে খেলতে হলে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই অজিদের। আজকের ম্যাচে অস্ট্রেলিয়ায় থাকতে পারে বেশ কয়েকটি পরিবর্তন।
অপরদিকে, অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে চায় আয়ারল্যান্ডও। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে খেলাটি।