রাজধানীর শাহজাহানপুরে আলোচিত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী প্রীতি হত্যাকান্ডে জড়িত মো. শামীম হোসাইন ওরফে মোল্লা শামীমসহ আরও ৫ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। যশোরের বেনাপোল থেকে মোল্লা শামীমকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যে বাকি ৪ জনকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে ডিবি।
মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা পুলিশের প্রধান ডিআইজি মো. হারুন অর রশিদ।
এর আগে সোমবার গোয়েন্দা (মতিঝিল) বিভাগ এর খিলগাঁও জোনাল টিমের বিশেষ এক অভিযানে যশোর বেনাপোল এলাকা ও ঢাকার বিভিন্ন স্থান থেকে অভিযুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন -মো. শামীম হোসাইন ওরফে মোল্লা শামীম (৩৫), মো. তৌফিক হাসান ওরফে বাবু (৩৪), মো. সুমন হোসেন ওরফে সুমন (৩৫), মো. এহতেশাম উদ্দিন চৌধুরী ওরফে অপু (৩৭) ও শরিফুল ইসলাম ওরফে হৃদয় (২৭)।
হত্যায় ব্যবহৃত পিস্তল ও মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশ বলছে, মূল পরিকল্পনাকারী জিসান ও মানিক দেশের বাইরে আছে। ইন্টারপোলের সহায়তায় তাদেরকে দ্রুত ফিরিয়ে আনা হবে।
মতিঝিলের আলোচিত মিল্কি হত্যার সাথে টিপু হত্যা সম্পর্কিত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। টিপু হত্যা মামলায় এপর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।