ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য আর বিক্রি করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলার থেকে মাসে একবার পণ্য নিতে পারবেন বলে জানান তিনি।
বুধবার (১৭ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। তিনি বলেন, দেশজুড়ে এসব নিত্যপণ্য বিতরণে ৩ হাজার তিন শত ৩০ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। এসব ডিলার থেকে যারা কার্ডধারী তারা পণ্য নিতে পারবেন বলে জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, টিসিবির কার্যক্রম নিয়ে টিআইবির রিপোর্ট সঠিক হয়নি। যদি সঠিক তথ্যের উপর ভিত্তি করে রিপোর্ট তৈরি হতো তবে সঠিক তথ্য পেতো জনগণ।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, টিআইবি মাত্র ১ হাজার ৪৭ জনের স্যাম্পল নিয়েছে ১ কোটি পরিবার থেকে। এর মাধ্যমে সঠিক চিত্র ফুটে ওঠা কোনোভাবেই সম্ভব নয় বলে জানান তিনি। এখানে টিআইবি কোনো উদ্দেশ্য নিয়ে রিপোর্ট করেছে বলেও অভিযোগ করেন মন্ত্রী।