মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তুলসী গ্যাবার্ডের মন্তব্যে অন্তর্বর্তী সরকারের গভীর উদ্বেগ দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে বড় জয় ব্রাজিলের মেসি ছাড়াই খেলতে নামবে আর্জেন্টিনা? ওয়ান-ইলেভেনের মতো প্রেক্ষাপট তৈরির ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান আদালত চাইলে ডিএনএ ছাড়াই ধর্ষণের বিচার করতে পারবে: আইন উপদেষ্টা বাংলাদেশ নিয়ে তুলসি গ্যাবার্ড যা বললেন প্রবাসীদের ভোটের আওতায় আনতে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প নেই: ইসি সানাউল্লাহ ইনশাআল্লাহ আমরা উইন করমু: হামজা সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল জাতীয় পার্টি জাতীয় বেইমান : ফারুক ‘পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না’ ভ্যাকসিন আমদানিতে ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক মন্ত্রী শাহজাহান খানের ৪ দিনের রিমান্ড নিজ বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার

টিসিবির জন্য কেনা হচ্ছে ২৮৪ কোটি টাকার তেল-ডাল

অনলাইন ডেস্ক
আপডেট : জানুয়ারি ২, ২০২৫

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল এবং ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই তেল ও ডাল কিনতে মোট ব্যয় হবে ২৮৪ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব দেওয়া হলে উপদেষ্টা পরিষদ কমিটি তাতে অনুমোদন দিয়েছে। এই তেলের ক্রয় মূল্য ধরা হয়েছে ১৮৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটারের মূল্য ধরা হয়েছে ১৭১ টাকা ৯৫ পয়সা। সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে এই সয়াবিন তেল কেনা হবে। ক্রয় সম্পন্ন করার পর টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এই সয়াবিন তেল বিক্রি করা হবে।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার টন মসুর ডাল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ৯৪ কোটি ৯৫ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম ধরা হয়েছে ৯৪ টাকা ৯৫ পয়সা। শবনাম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেট থেকে এই ডাল কেনা হবে।

জানা গেছে, টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার টন মসুর ডাল ক্রয়ের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৩টি দরপ্রস্তাব জমা পড়ে। ৩টি দরপ্রস্তাবই কারিগরিভাবে ও আর্থিকভাবে রেসপনসিভ হয়। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান শাবনাম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ থেকে এই মসুর ডাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটি ৫০ কেজির বস্তায় এই ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সরবরাহ করবে।


এ বিভাগের অন্যান্য সংবাদ