অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীদের জন্য এই বছরের প্রথম দিনটা ছিল হতাশার। বছরের প্রথম দিনই ডেভিড ওয়ার্নার ওয়ানডে ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দেন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে যে সাদা পোশাককেও বিদায় জানাবেন তা আগেই জানিয়েছিলেন।
তবে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলার পর এবার টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসরে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। এমনকি গতকাল নিজে দেশের মাটিতে শেষ আন্তর্জাতিক ম্যাচও খেলে ফেলেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলার মাধ্যমে দেশের মাটিতে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলার ঘোষণাও দিয়ে দিয়েছেন ওয়ার্নার। ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ ম্যাচে দলকে জেতাতে না পারলেও এই ওপেনার খেলেছেন ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস।
দল হারলেও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল ওয়ার্নারের। তিন ম্যাচে দুর্দান্ত ব্যাটিং (৭০, ২২ ও ৮১) করে জিতে নিয়েছেন সিরিজসেরার পুরস্কার। ম্যাচ শেষে পুরস্কার নিতে গিয়েই উপস্থাপক হিসেবে থাকা সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্টের প্রশ্নের জবাবে জানিয়ে দেন এখানেই তার শেষ।
গিলক্রিস্ট প্রশ্ন করেন, আমরা কি তাহলে ধরে নিব অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার জার্সিতে এটিই ওয়ার্নারের শেষ ম্যাচ। জবাবে ওয়ার্নার বলেন, ‘হ্যাঁ, এখানেই আমার শেষ।’ তিনি আরও বলেন, ‘তরুণদের এখন সুযোগ করে দেওয়ার সময়। আমাদের প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে। আমাদের এখানেই (পার্থে) এই মুহূর্তে দলের সঙ্গে একাধিক তরুণ ক্রিকেটার রয়েছে। আমাদের ভবিষ্যৎ ভালো হাতে আছে।’
দেশের মাটিতে এটি শেষ ম্যাচ হলেও আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিক ভাবে বিদায় বলেননি ওয়ার্নার। নিউজিল্যান্ড সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই অস্ট্রেলিয়ার ক্রিকেটকে বিদায় বলবেন এই বাহাতি ব্যাটসম্যান।