শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬ কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ ভারতের অপপ্রচারে আমাদের কোনো ক্ষতি নেই : উপদেষ্টা সাখাওয়াত ‘বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে কঠোর জবাব দেয়া হবে’ পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির কড়া প্রতিবাদ আমাদের ঘৃণা করে এমন দেশের সঙ্গে বাণিজ্য নয়: রিজভী ঐক্যবদ্ধ থাকলে ধর্ম নিয়ে বিভেদের ষড়যন্ত্র সফল হবে না: খন্দকার মোশাররফ আওয়ামী লীগের প্রভাবশালীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল বাংলাদেশ নিয়ে ভারতীয় ৪৯ গণমাধ্যমে গুজবের ছড়াছড়ি ‘স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র করছে’ দিল্লি চলো কর্মসূচি ঘিরে আবারও উত্তাল ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
আপডেট : মে ২১, ২০২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই বেশ আগেভাগেই ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার দুই রিজার্ভ ক্রিকেটারসহ স্কোয়াড চূড়ান্ত করেছে মিচেল মার্শরা।

রিজার্ভ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। আইপিএলে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে নজর কেড়েছিলেন তিনি। যদিও বিশ্বকাপের মূল স্কোয়াডে সুযোগ না পাওয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছিল। এর মধ্যেই জানা যাচ্ছে, রিজার্ভ হিসেবে যাচ্ছেন ম্যাকগার্ক। ম্যাকগার্ক ছাড়াও নেওয়া হয়েছে ম্যাথিউ শর্টকে। এ ছাড়া আগে ঘোষিত ১৫ সদস্যের দলে কোনো বদল হয়নি। ফলে স্টিভ স্মিথের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে নামছে অস্ট্রেলিয়া। বাদ জেসন বেহরেনডর্ফ এবং তানভির সাঙ্গাও।

আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক। আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। সেই দলে রয়েছেন অ্যাশটন আগার। যিনি শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২২ বিশ্বকাপে। দলে রয়েছেন মার্কাস স্টোয়নিস, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটাররাও।

আগামী ২ জুন থেকে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজে প্রস্তুতি ক্যাম্প করবে অস্ট্রেলিয়া। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে মিচেল মার্শরা। অস্ট্রেলিয়া দল কয়েক ভাগে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছাবে। আইপিএল শেষ হওয়ার পর কয়েকজন দলে যোগ দেবেন। ইতোমধ্যে দিল্লির আইপিএল অভিযান শেষ হওয়ায় ম্যাকগার্ক দেশে ফিরে গেছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো অভিষেক হয়নি তরুণ এই ওপেনারের।

আগামী ৫ জুন বার্বাডোজে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর ৮ জুন তাদের ম্যাচ চিরপ্রতিদ্বন্দী ইংল্যান্ডের বিপক্ষে। এখনো চোট সারিয়ে পুরোপুরি ফিট নয় অজি অধিনায়ক মিচেল মার্শ। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া আশাবাদী ওয়েস্ট ইন্ডিজে ক্যাম্প চলাকালেই ফিট হয়ে যাবেন তিনি।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড :
মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।

রিজার্ভ : জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ম্যাথিউ শর্ট।


এ বিভাগের অন্যান্য সংবাদ