শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন আয়োজনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি ফেসবুকে ফেক আইডি খুলে গুজব ছড়ানো হচ্ছে: উপদেষ্টা নাহিদ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা এমন দেশ গড়তে চাই, যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায় : প্রধান উপদেষ্টা ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা সংস্কার উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা ‘আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠা করেছে’ বিএনপি জামায়াতের আধিপত্য কায়েম চলবে না: নুর এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান : দুদু ‘শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে দুর্গাপূজা’ মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হচ্ছে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা নিকারাগুয়ার নতুনভাবে প্রস্তুত হচ্ছে হিজবুল্লাহ বার্সেলোনার বিরুদ্ধে আগুয়েরোর মামলা বসনিয়া জয় জার্মানির, হাঙ্গেরিতে আটকে নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের গ্রুপ এর দলগুলোর পরিচিতি

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ১৩, ২০২২
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের গ্রুপ এর দলগুলোর পরিচিতি

সাবেক চ্যাম্পিয়ন, দু’বারের রানার্স আপ এমনকি এশিয়া কাপ সেরা শ্রীলঙ্কা। কিন্তু লঙ্কানদের খেলতে হবে গ্রুপ পর্ব। এ গ্রুপে যাদের প্রতিপক্ষ নামিবিয়া, নেদারল্যান্ডস ও আরব আমিরাত। গ্রুপ পরিচিতির শুরুতেই জানবো প্রথম পর্বের গ্রুপ এ এর কথা।

দলগত নৈপুণ্যের পসরা সাজিয়ে শক্তিশালী ভারত, পাকিস্তানের মত দলকে হারিয়ে এশিয়া কাপ সেরা শ্রীলঙ্কা। অথচ র‌্যাঙ্কিংয়ের মারপ্যাঁচে লঙ্কানদের খেলতে হচ্ছে প্রথম পর্বে। ফর্ম আর আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ২০১৪ আসরের চ্যাম্পিয়নদের জন্য কাজটা কঠিন হওয়ার কথা নয়।

ভয়ডরহীন ক্রিকেট স্বপ্ন দেখাচ্ছে দারুণ কিছু করে দেখানোর। যার নেতৃত্বে ভানিন্দু হাসারাঙ্গা। ৭১ উইকেট নিয়ে সেরা বোলারদের তালিকায় তিন নম্বরে থাকা এ স্পিনার ব্যাট হাতেও অকুতোভয়।

টি টোয়েন্টি সুলভ ব্যাট চালাতে পারেন গুনাথিলাকা, নিসাঙ্কা, কুশল মেন্ডিস, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, চারিথ আসালঙ্কাদের সবাই। যেটুকু দুর্বলতা পেস বোলিং ইউনিটকে ঘিরে।

টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপ খেলার অপেক্ষায় নামিবিয়া। গেলোবার সেরা ১২তে স্কটল্যান্ডের বিপক্ষে জয় এবারের আসরের অনুপ্রেরণা। স্পটলাইটে থাকবেন ডেভিড ভিসা। আরব আমিরাতের আসরে পঞ্চাশের উপর গড় ছিলো এ ব্যাটারের। বল হাতে ট্রাম্পলম্যান, ফ্রাইলিংক ভরসার নাম।

বর্তমানে তাদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং ১৪ নম্বর। বিশ্বকাপে ৮ ম্যাচে ৩ জয়, ৫ হার ডেজার্ট ভাইপারদের।

টানা চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপে তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মিশেলে দল সাজিয়েছে নেদারল্যান্ডস। তবে ২০১৬ পর থেকে জয়শূন্য। সুখস্মৃতি বলতে ২০০৯ ও ২০১৪ সালে দু’বার ইংল্যান্ডকে হারানো।

ফর্মে থাকা টম কুপার ব্যাটিংয়ে আস্থার নাম। চলতি বছর পাকিস্তানের বিপক্ষে তিন হাফ সেঞ্চুরি এসেছে ৩৫ বছর বয়সী এ ব্যাটারের উইলো থেকে। বোলিংয়ে লোগান ফন বিক কোয়ালিফায়ারে ১১ উইকেট নিয়ে সবাইকে ছাড়িয়ে।

২০১৪ আসরের পর দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাত। তবে এখন পর্যন্ত কোনও সফলতা নেই। ব্যাটিংয়ে মোহাম্মাদ ওয়াসিম ও অধিনায়ক রিজওয়ান ভরসা।

দলটির তারকা বোলার জুনায়েদ সিদ্দিকী। ২৫ ম্যাচে ২৯ উইকেট এ পেসারের দখলে। ১৬ বছর বয়সী আয়ান আফজালও হতে পারেন তুরুপের তাস।

১৬ অক্টোবর শুরু হয়ে পাঁচদিনে তিন ম্যাচ ডে। সবগুলো ম্যাচ ভিক্টোরিয়ার কার্ডিনিয়া পার্কে।


এ বিভাগের অন্যান্য সংবাদ