সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্লট গ্রহণে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে তিন মামলা ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন রুপির দাম দ্রুত নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন: কর্নেল অলি যে জমি পছন্দ হতো, শেখ হাসিনা তা নিজের করে নিত: রিজভী নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম যেভাবে শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট স্থাপনের ২০ বছরেও চালু হয়নি বিরল স্থলবন্দর গ্রিনল্যান্ড কিনতে কত লাগবে? চলছে বিশ্বজুড়ে আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে কানাডা, সহায়তার ঘোষণা চীনের যুদ্ধবিরতির পরও ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে পারছে না লেবানিজরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি মাদ্রিদকে ৪-এর পর এবার ৫ গোলে ভাসাল বার্সা তারা শক্তেরই যম, নরমে তাদের শরম

টুখেল-কন্তের চরম হাতাহাতি, অতঃপর লাল কার্ড

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ১৫, ২০২২
টুখেল-কন্তের চরম হাতাহাতি, অতঃপর লাল কার্ড

টটেনহ্যাম-চেলসির আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠের লড়াই হলো জমজমাট। দুই দলের ডাগআউটেও ছড়িয়েছে চরম উত্তেজনা। সেই উত্তেজনা বাড়িয়ে দেয় ডাগআউটে থাকা দুই দলের কোচ। চেলসির কোচ থমাস টুখেল ও টটেনহ্যাম আন্তনি কন্তে হাতাহাতি করে দেখেছেন লাল কার্ড। এতে ম্যাচটি পেয়েছে ভিন্ন মাত্রা।

রোববার (১৪ আগস্ট) স্টামফোর্ড ব্রিজে মুখোমুখি হয় দুই দল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ম্যাচ জুড়েই ছড়িয়েছে উত্তেজনা। মাঝে মধ্যেই মেজাজ হারিয়েছেন ফুটবলাররা। ডাগ আউটে মেজাজ হারিয়েছেন কন্তে ও টুখেল। হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ডও দেখেছেন এই দুই কোচ।

ম্যাচে প্রথমবার দুই কোচই হলুদ কার্ড দেখেন ৬৮ মিনিটে রিচ জেমসের গোলের পর। পিছিয়ে পড়ে আগ্রাসী ভঙ্গিতে চেলসির ডাগআউটের দিকে ছুটে যান টটেনহ্যাম কোচ কন্তে, তার দিকে এগিয়ে যান চেলসি কোচ টুখেলও। তাতে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

এরপর শেষ মুহূর্তে হ্যারি কেনের গোলে হার থেকে রক্ষা পেয়েছে টটেনহ্যাম। এই গোলের পরেই ঘটেছে যত বিপত্তি। ম্যাচ শেষে সৌহার্দ্য দেখাতে হাত মেলাতে গিয়ে কন্তে ও টুখেলের মধ্যে লেগে যায় ঝামেলা। হাত মেলানোর পর হাত ছাড়েনি কেউই। দুজন দুজনের দিকে তাকিয়ে দিয়েছে চোখ রাঙানি। এরপরই বাকি কোচিং স্টাফ ও ফুটবলাররা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুজনকেই লাল কার্ড দেখান রেফারি। কন্তে ও টুখেলের হাতাহাতির সমাপ্তি ঘটে এখানেই।


এ বিভাগের অন্যান্য সংবাদ