ফ্রেঞ্চ ওপেন টেনিসে জয় পেয়েছেন রাফায়েল নাদাল এবং বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ।
রোঁলা গাঁরোয় শুক্রবার (২৭ শে মে) তৃতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের ২৬তম বাছাই বটিচ ভ্যান ডি জান্ডস্কুলপকে ৬-৩, ৬-২ ও ৬-৪ গেমে হারিয়ে প্রি-কোয়ার্টারে উঠেছেন নাদাল।
অপরদিকে স্লোভেনিয়ার আলজাজ বেদেনেকে ৬-৩, ৬-৩ ও ৬-২ গেমে পরাজিত করে টানা দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেনের উদ্দেশ্যে আরেক পা এগিয়েছেন সার্বিয়ান জোকোভিচ।
শেষ ষোলোয় নাদালের প্রতিপক্ষ নবম বাছাই কানাডার ফেলিক্স-অগার আলিয়াসিমে। আর জোকোভিচ খেলবেন আর্জেন্টিনার ডিয়েগো শোয়ার্টজম্যানের বিপক্ষে।