আইসিসি’র টেস্ট র্যাংকিংয়ে মুশফিক, মুমিনুল, লিটনরা পিছিয়েছেন। ম্যাচ না খেললেও ব্যাটিংয়ে তিন ধাপ পিছিয়েছেন সাকিব আল হাসান। উন্নতি হয়েছে কেবল মাহমুদুল জয়ের।
বুধবার (৬ এপ্রিল) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে ৫৩ রানে অলআউটের লজ্জার পর মার্চ মাসের আইসিসি’র টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের এ র্যাংকিং জানা গেছে।
লিটন দাস টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটার। তিনি চার ধাপ পিছিয়ে ১৭তম অবস্থানে আছেন। মুশফিক সাত ধাপ পিছিয়ে ২৮তম অবস্থানে নেমে গেছেন। মুমিনুল হক ১২ ধাপ পিছিয়ে ৪৫তম অবস্থানে নেমে গেছেন। তবে তামিম একধাপ এগিয়ে ৩৩-এ উঠেছেন।
ক্যারিয়ারের তিন টেস্টের মধ্যে এক সেঞ্চুরি ও এক ফিফটি তুলে নিয়েছেন তরুণ মাহমুদুল হাসান জয়। তিনি টেস্ট র্যাংকিংয়ে ৬৬তম অবস্থানে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে দুই ইনিংসে ছোট ছোট দুই ইনিংস খেলা নাজমুল শান্তকে রাখা হয়েছে ৮৪তম অবস্থানে।
বোলিং র্যাংকিংয়ে বাংলাদেশের সেরা ২৪তম অবস্থানে আছেন তাইজুল ইসলাম। এক ধাপ এগিয়েছেন তিনি। সাকিব এক ধাপ পিছিয়ে আছেন ২৯ এ। মেহেদি মিরাজ তিন ধাপ এগিয়ে ৩২-এ জায়গা পেয়েছেন। অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিব আছেন চারে।
টেস্ট র্যাংকিংয়ে সেরা ব্যাটার অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্নাস লাবুশানে, সেরা বোলার অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্যাট কামিন্স ও সেরা অলরাউন্ডার ভারতীয় ক্রিকেটার রবিন্দ্র জাদেজা।