টোগোর উত্তরাঞ্চলে বিস্ফোরণে সাত জন নিহত হয়েছেন। রোববার সামরিক বাহিনীর পক্ষ থেকে একথা বলা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
বুরকিনা ফাসো সীমান্তের কাছে টোনে এলাকায় এই বিস্ফেরণ ঘটে। এ অঞ্চলের অর্থাৎ পশ্চিম আফ্রিকার সমুদ্র তীরবর্তী দেশগুলোতে সাহেল জিহাদীদের শক্ত আস্তানা রয়েছে।
টোগোর উত্তর সীমান্ত অঞ্চল থেকে জঙ্গি হামলার আশংকায় গত মাসে দেশটির উত্তরাঞ্চলে কারফিউ জারি করা হয়।
টোগোর সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, রোববার টোনে’র মার্গবা গ্রামে বিস্ফোরণে সাত জন নিহত এবং আরো দু’জন আহত হন।