শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানাল ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২৪
Trump warns 2024 election 'our one shot' to save America

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটোর সদস্যভূক্ত রাষ্ট্রগুলো চাঁদা দিতে ব্যর্থ হলে আমেরিকা তাদের পাশে দাঁড়াবে না। এমনকি তিনি প্রেসিডেন্ট হলে ন্যাটোর দেশগুলোতে হামলা চালাতে রাশিয়াকে ‘উৎসাহিত’ করবেন বলেও মন্তব্য করেছেন। তাঁর এ মন্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ন্যাটো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্পের মন্তব্যে ন্যাটোর নিরাপত্তা ক্ষুণ্ন হয়েছে বলে জানিয়েছেন ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ। তিনি বলেন, ট্রাম্পের এমন মন্তব্যের ফলে আমেরিকা ও ইউরোপের সৈন্যরা ঝুঁকিতে পড়বেন।

ন্যাটোর নীতিমালায় বলা হয়েছে, সদস্যভুক্ত কোনো দেশে হামলা হলে, সেই দেশকে রক্ষায় এগিয়ে আসবে ন্যাটোর সদস্যভুক্ত অন্য দেশগুলো। ট্রাম্পের মন্তব্যের পর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ট্রাম্পের মন্তব্য অত্যন্ত ভয়াবহ ও বিপজ্জনক।

গত শনিবার এক সমাবেশে ট্রাম্প বলেন, তিনি একবার এক ন্যাটো নেতাকে বলেছিলেন, ন্যাটোর সদস্য দেশগুলো চাঁদা না দিলে তিনি তাদের রক্ষা করবেন না। বরং আক্রমণকারী দেশকে যা খুশি তাই করতে উৎসাহিত করবেন।

ওই সমাবেশে ট্রাম্প আরও বলেন, ন্যাটোভুক্ত একটি বড় দেশের নেতা তাকে বলেছিলেন, ধরুন, তিনি পশ্চিমা এই সামরিক জোটের আর্থিক বাধ্যবাধকতা পূরণ করছেন না। আর তার দেশ রাশিয়ার হামলার শিকার হয়েছে। এই পরিস্থিতিতে তার দেশকে সহায়তায় আমেরিকা এগিয়ে আসবে কি না।

জবাবে ওই ন্যাটো নেতাকে ট্রাম্প বলেছিলেন, ‘আপনি অর্থ দেননি? আপনি কর্তব্যবিমুখ? আমি আপনাকে রক্ষা করব না। বরং আমি তাদের (রাশিয়া) যা খুশি তা–ই করতে উৎসাহিত করব। আপনাকে অর্থ দিতে হবে।’

চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ট্রাম্প। তবে কোথায় এবং ন্যাটোর কোন নেতাকে ট্রাম্প এ কথা বলেছিলেন, তা ওই সমাবেশের বক্তব্যে স্পষ্ট করেননি ট্রাম্প।


এ বিভাগের অন্যান্য সংবাদ