শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

ট্রাম্পের ‘রেড লিস্টে’ ভুটান! নজরে পাকিস্তানও

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : মার্চ ১৮, ২০২৫
ট্রাম্পের ‘রেড লিস্টে’ ভুটান! নজরে পাকিস্তানও

আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় বার দায়িত্বগ্রহণের পরেই বিদেশনীতিতে একের পর এক ট্রাম্পসুলভ পরিবর্তন আনছেন ডোনাল্ড ট্রাম্প৷ এবার বিশ্বের বিভিন্ন দেশের নিরিখে ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত তালিকা প্রকাশ করেছেন তিনি৷ নিষেধাজ্ঞার নিরিখে তৈরি হয়েছে লাল, কমলা এবং হলুদ তালিকা৷ কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা তিনটি বিভাগে এই তালিকা প্রস্তুত করেছেন৷ আসুন দেখে নেওয়া যাক বিষয়টা ঠিক কী?

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ১১টি দেশের একটি ‘রেড’ তালিকা প্রস্তুত করেছে, যাদের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। এটি একটি বৃহত্তর ট্রাভেল ব্যান পরিকল্পনার অংশ বলে জানা গিয়েছে৷ যেখানে ৪৩টি দেশের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷

ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকাগুলি কী?
🔴 রেড তালিকা: আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। এই দেশের নাগরিকদের সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে।

🟠 অরেঞ্জ তালিকা: ১০টি দেশের নাগরিকদের ক্ষেত্রে ভ্রমণ আংশিক সীমিত থাকবে। ধনী ব্যবসায়ীদের অনুমতি দেওয়া হতে পারে, কিন্তু অভিবাসন ভিসাধারীদের অনুমতি দেওয়া হবে না। এই দেশগুলির মধ্যে রয়েছে বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মায়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান এবং তুর্কমেনিস্তান।

🟡 ইয়েলো তালিকা: ২২টি দেশ, যাদের মধ্যে অ্যাঙ্গোলা, লাইবেরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, জিম্বাবুয়ে এবং ভানুয়াতু রয়েছে। এই দেশগুলিকে ৬০ দিনের সময়সীমা দেওয়া হবে তাদের অভিবাসন নীতিতে উন্নতি করার জন্য।

ভুটান কেন নিষিদ্ধ করা হয়েছে?
বিশ্বের অন্যতম সুখী দেশ হিসাবে পরিচিত ভুটানকে “জাতীয় নিরাপত্তা উদ্বেগ” ও “অনিয়মিত অভিবাসন প্রবণতা”র কারণে নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে৷

মার্কিন প্রশাসন সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রে ভুটানিদের অবৈধভাবে থাকার হার ৩৭% বৃদ্ধি পেয়েছে। ট্রাম্পের বর্তমান নিয়ম অনুযায়ী এবার ভুটানের শিক্ষার্থী এবং কর্মসংস্থান ভিসা পাওয়াও কঠিন হবে৷ভুটান সরকারের অফিশিয়াল আপত্তি রয়েছে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে।

ভ্রমণ নিষেধাজ্ঞার প্রভাব
🔹 গ্রিন কার্ডধারীদের ভবিষ্যৎ অনিশ্চিত।

🔹 রাশিয়ার ক্ষেত্রে শিথিলতা থাকতে পারে, কারণ ট্রাম্প রাশিয়ার সাথে সম্পর্ক উন্নত করতে চান।

🔹 বিভিন্ন দেশের মুসলিম নাগরিকদের উপর প্রভাব পড়তে পারে, যা আগের নিষেধাজ্ঞার পুনরাবৃত্তি হতে পারে।


এ বিভাগের অন্যান্য সংবাদ