মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বসুন্ধরার চেয়ারম্যান ও তাঁর পরিবারের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে ফেলেছে : ড. ইউনূস বাংলাদেশের হাই কমিশনে হামলা: ত্রিপুরার ৩ পুলিশ বরখাস্ত সীমান্তে যেকোনো অপতৎপরতা রোধে প্রস্তুত বিজিবি সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বললেন সেনাপ্রধান ‘আগরতলার ঘটনা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ’ ‘পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না’ দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ‘বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী দরকার’ চিন্ময়ের জামিন শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য ঘূর্ণিঝড় ফিনজালে ভারত-শ্রীলঙ্কায় নিহত ২০ সিরিয়ায় ঢুকেছে ইরান-সমর্থিত ইরাকি যোদ্ধারা গাজায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালাল ইসরায়েল, নিহত ১১ জিম্মিদের মুক্তির জন্য হামাসকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

ট্রাম্পের হবু মন্ত্রিসভায় মনোনীত কয়েকজনকে বোমা হামলার হুমকি

আর্ন্তজাতিক ডেস্ক
আপডেট : নভেম্বর ২৮, ২০২৪
ট্রাম্পের হবু মন্ত্রিসভায় মনোনীত কয়েকজনকে বোমা হামলার হুমকি

যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হবু মন্ত্রিসভায় মনোনীত এবং হোয়াইট হাউসের জন্য বাছাইকৃত বেশ কয়েকজন কর্মকর্তাকে বোমা হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

এক বিবৃতিতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে এসব হুমকি দেওয়া হয়। বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছে এফবিআই।

এর আগে হুমকির বিষয়টি গণমাধ্যমকে জানান ট্রাম্প শিবিরের মুখপাত্র ক্যারোলিন লেভিট। এ সময় ভয় দেখিয়ে ট্রাম্প প্রশাসনের অগ্রগতি থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

আবাসন, কৃষি ও শ্রম বিভাগের নেতৃত্ব দিতে ডোনাল্ড ট্রাম্পের মনোনীতদের এসব হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া, জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে বাছাইকৃত ব্যক্তিকেও হামলার হুমকি দেওয়া হয়।

এক্সে দেওয়া এক বার্তায় হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি জানান, পুলিশের পক্ষে তাঁকে পাইপ বোমা হামলার হুমকির তথ্য জানানো হয়েছে।

বোমা হামলার হুমকির বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডনকে জানানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।


এ বিভাগের অন্যান্য সংবাদ