মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে ঈদযাত্রা

রিপোর্টারের নাম :
আপডেট : মে ১, ২০২২
ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে ঈদযাত্রা
ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে করে ঈদযাত্রা

রেলপথে ঈদযাত্রার পঞ্চম দিনে কমলাপুরে ভিড় বেড়েছে ঘরমুখো মানুষের। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে ভোগান্তি সহ্য করেই বাড়ি যেতে উদগ্রীব যাত্রীরা।

রোববার (১ মে) সকালে কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায়, সকাল থেকেই প্রচুর মানুষের সমাগম। টিকিট না পেলেও অনেকেই চেপে বসেছেন ট্রেনে। অনেকেই আবার নিয়েছেন স্ট্যান্ডিং টিকিট। এমনকি নির্দেশনা অমান্য করে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ছেন অনেকে।

ট্রেনগুলোতে আসনের তুলনায় মানুষ অনেক বেশি। এরমধ্যে আবার টিকিট থাকার পরেও উঠতে পারেননি ট্রেনে, আবার অনেকেই আছেন টিকিট কিনতে না পারায় দুই বগিত মাঝখানে বা ছাদে উঠে যাচ্ছেন।

স্টেশনে উপচে পড়া ভিড়ের মাঝে ভোগান্তি বাড়ায় গরম। তবে শনিবারের মতো এদিনও সকালের দিকে ঠান্ডা আবহাওয়া ও মৃদু বাতাসের বয়ে যাওয়ায় কষ্ট কিছুটা লাঘব হয়েছে যাত্রীদের।

আগের কয়েক দিন কমলাপুর স্টেশন থেকে ফাঁকা আসন নিয়ে ট্রেন ছেড়ে যেতে দেখা যায়। কারণ অনেক যাত্রীই এয়ারপোর্ট স্টেশন থেকে উঠবেন। তবে রোববার ফাঁকা সিট নিয়ে ট্রেন ছেড়ে যেতে দেখা যায়নি খুব একটা। যাদের টিকিট নেই বা স্ট্যান্ডিং টিকিট আছে তারা ফাঁকা আসনগুলোতে চেপে বসেছেন।

এবারের ঈদযাত্রায় প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ট্রেনে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন এলাকার উদ্দেশে যাত্রা করার কথা। এর মধ্যে শুধু আন্তনগর ট্রেনে আসন ২৭ হাজারের বেশি।

ঈদ শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে রোববার সকাল থেকে। ফিরতি টিকিটের জন্য খুব বেশি লাইন দেখা যায়নি স্টেশন কাউন্টারে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যে স্টেশন থেকে যাত্রা সেই স্টেশন থেকেই দেয়া হবে ফিরতি টিকিট।

এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ।


এ বিভাগের অন্যান্য সংবাদ