শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক জাদেজা-অশ্বিনের জুটিতে দিনের শেষটা নিজেদের করে নিলো ভারত চলতি অর্থবছরে ২ বিলিয়ন ডলার দিতে পারে বিশ্বব্যাংক মব জাস্টিসের নামে ‘পিটিয়ে হত্যা’ দুঃখজনক: স্বরাষ্ট্র উপদেষ্টা সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া সঠিক নয়: মির্জা ফখরুল ‘সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠানো হোক’ ডিসির কাছে জবাবদিহি করতে হবে সেনা কর্মকর্তাদের বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের শ্রীলঙ্কাকে ‘মোবাইল নাম্বার’ উপহার দিয়েছে বাংলাদেশ ফিফা র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট খোয়াল ব্রাজিল-আর্জেন্টিনা মেসির মায়ামিকে রুখে দিল আটলান্টা তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন, এগিয়ে বামপন্থী নেতা আমাজনের বেশিরভাগ নদীই মরুভূমি হবার পথে

ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তি

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ৯, ২০২২
ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তি

ঈদযাত্রার শেষদিনে ট্রেনের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন। রাত আটটার ট্রেন ছেড়েছে সকাল ৬টায়। ট্রেনের শিডিউল মেলাতে হিমশিম খাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। আজ (শনিবার) কমলাপুর রেলস্টেশন গিয়ে দেখা যায়, হাজার হাজার মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করছেন। কিন্তু ট্রেন কখন আসবে কেউ বলতে পারছে না। যখনই কোনো ট্রেন আসছে মানুষ হুড়োহুড়ি কওে ট্রেনে উঠছেন। উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতেই সবচেয়ে বেশি শিডিউল বিপর্যয় দেখা গেছে। কোনো কোনো ট্রেন দুই-তিনবারও সময় পরিবর্তন করেছে।

নীলসাগর ট্রেন ছাড়ার কথা ছিল শুক্রবার রাত ৩টা ১০ মিনিটে। তবে শনিবার সকাল ৮টায়ও দেখা মেলেনি ট্রেনের। যাত্রীরা বলছেন, ট্রেনের জন্য রাত থেকে অপেক্ষা করছেন তারা। ঈদ করা হবে কিনা সেটাও অনিশ্চিত তারা।

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা ছিল শুক্রবার (৮ জুলাই) রাত ১০টা ৪৫ মিনিটে। এরপর সময় পরিবর্তন করা হয় শনিবার ভোর ৫টায়। তবে আজ সকাল ৯টা পর্যন্তও ট্রেনের দেখা পাওয়া যায়নি স্টেশনে। পঞ্চগড় ও নীলসাগর এক্সপ্রেসের মতো উত্তরবঙ্গগামী অন্য ট্রেনগুলোও সময়মতো ছাড়েনি।

ধুমকেতু এক্সপ্রেস ছাড়ার কথা ছিল ভোর ৬টায়, সেটি স্টেশন ছেড়ে গেছে সকাল ৮টায়। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ছাড়ার কথা ৮টা ১৫ মিনিটে। সেটা যথাসময়ে স্টেশনে আসেনি। এই ট্রেন সকাল সাড়ে ১০টায় ছাড়ার নতুন শিডিউল দেওয়া হয়েছে।

দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস গতকাল রাত ৮টায় ছাড়ার কথা। সেটি স্টেশনে এসেছে আজ ভোর ৬টায়। স্টেশন ছেড়ে গেছে সকাল ৭টায়। কুড়িগ্রাম এক্সপ্রেসের গতকাল রাত ৮টা ৪৫ মিনিটের গাড়ি স্টেশন ছেড়েছে রাত ১টার পরে। সুন্দরগঞ্জ এক্সপ্রেসের নতুন সময় দেওয়া হয়েছে ১১টা ২০ মিনিট।


এ বিভাগের অন্যান্য সংবাদ