সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্লট গ্রহণে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে তিন মামলা ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন রুপির দাম দ্রুত নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন: কর্নেল অলি যে জমি পছন্দ হতো, শেখ হাসিনা তা নিজের করে নিত: রিজভী নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম যেভাবে শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট স্থাপনের ২০ বছরেও চালু হয়নি বিরল স্থলবন্দর গ্রিনল্যান্ড কিনতে কত লাগবে? চলছে বিশ্বজুড়ে আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে কানাডা, সহায়তার ঘোষণা চীনের যুদ্ধবিরতির পরও ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে পারছে না লেবানিজরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি মাদ্রিদকে ৪-এর পর এবার ৫ গোলে ভাসাল বার্সা তারা শক্তেরই যম, নরমে তাদের শরম

ডর্টমুন্ডের অবিশ্বাস্য হার

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২১, ২০২২
ডর্টমুন্ডের অবিশ্বাস্য হার

ফুটবলে যে কোন সময় যা কিছু ঘটতে পারে। এই যেমন ৮৯ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষের নাটকে জার্মান বুন্দেসলিগায় হার দেখলো বরুশিয়া ডর্টমুন্ড।

শনিবার (২০ আগস্ট) নিজেদের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে ওয়েদের ব্রেমেনের বিপক্ষে ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল বরুশিয়া। বরুশিয়া সমর্থকরা যখন জয় সেলিব্রেশনের জন্য প্রস্তুত হচ্ছে তখনই ম্যাচে নাটকীয়তা আসে।

শেষ মিনিটে ব্রেমেনের হয়ে এক গোল শোধ করেন লি বুচানান। বাঁ-পায়ের দারুণ শটে গোল করে ব্যবধান কমান এই ইংলিশ ফুটবলার। যোগ করা সময়ের তৃতীয় মিনিট সমতায় ফেরে ব্রেমেন। গোল করেন নিকলাস স্কামিডিট। আমোস পিপেরের ক্রস থেকে হেডে দলকে সমতায় ফেরান তিনি। স্কোর লাইন তখন সমান। কিন্তু বাকি ছিল আরও রোমাঞ্চকর মুহূর্ত।

দুই মিনিট পরে আবার গোল করে ব্রেমেন। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় তুলে উল্লাসে ভাসে বুন্দেসলিগায় নতুন করে ফিরে আসা ক্লাবটি। মিচেল ওয়েজারের এসিস্ট থেকে ব্রেমনকে উল্লাসে ভাসান ওলিভার বার্ক।

এর আগে প্রথমার্ধের যোগ করা সময়ে ঘরের মাঠে প্রথম লিড নেয় বরুশিয়া। মার্কো রিউসের বল ধরে গোল করেন হুয়ান ব্রেনডিট। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে লিড ডাবল করে স্বাগতিকরা। এবারও গোলে সহায়তা দেন রিউস। জালে বল পাঠান রাফায়েল গুরুইরো।

৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৭ নম্বরে অবস্থান করছে ডর্টমুন্ড। অন্যদিকে সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে ব্রেমেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ