মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বসুন্ধরার চেয়ারম্যান ও তাঁর পরিবারের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে ফেলেছে : ড. ইউনূস বাংলাদেশের হাই কমিশনে হামলা: ত্রিপুরার ৩ পুলিশ বরখাস্ত সীমান্তে যেকোনো অপতৎপরতা রোধে প্রস্তুত বিজিবি সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বললেন সেনাপ্রধান ‘আগরতলার ঘটনা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ’ ‘পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না’ দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ‘বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী দরকার’ চিন্ময়ের জামিন শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য ঘূর্ণিঝড় ফিনজালে ভারত-শ্রীলঙ্কায় নিহত ২০ সিরিয়ায় ঢুকেছে ইরান-সমর্থিত ইরাকি যোদ্ধারা গাজায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালাল ইসরায়েল, নিহত ১১ জিম্মিদের মুক্তির জন্য হামাসকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

ডিএমপির কেউ চাঁদাবাজি বা ভাগ নিলে আমি তাকে জবাই করব: কমিশনার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : নভেম্বর ২৫, ২০২৪
ডিএমপির কেউ চাঁদাবাজি বা ভাগ নিলে আমি তাকে জবাই করব: কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কেউ যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তাঁকে জবাইয়ের হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপি সদর দপ্তরে আজ সোমবার সকালে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দেন সাজ্জাত আলী।

কমিশনার বলেন, ‘চাঁদাবাজি বন্ধ করা আমার দায়িত্ব, আমার হাতে আছে। যারা চাঁদাবাজি করে একটা লিস্ট করে আমার কাছে নিয়ে আসেন। স্যার বলা দরকার নাই, ভাই বলে আমাকে জানান এই এই জায়গায় চাঁদাবাজি হইতেছে। ওইটাকে আমি আটকায় দিচ্ছি। কোনো চাঁদাবাজি হবে না।’

সাজ্জাত আলী বলেন, ‘শ্রমিকের কষ্টের টাকা আপনি (চাঁদাবাজ) খাবেন এইটা হবে না। আর আমার পুলিশ যদি এই ধরনের চাঁদাবাজি বা এই ভাগ খায় ওইটারে আমি জবাই করব, একদম জবাই করব।’

বৈঠকে একজন রিকশাচালক দাবি করেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় গতকাল রোববার ও এর আগে একদিন মারধর করা হয়েছে।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে।

চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন, রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।

এর আগে বেলা ১১টার দিকে রিকশাচালকদের একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে রিকশাচালকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

বৈঠকে তারা দাবি করেন, পেটের দায়ে অটোরিকশা মূল সড়কে উঠতে হয়। কিছু এলাকার গলিতেও ঢুকতে দেয় না। এজন্য বাধ্য হয়ে আমাদের মূল সড়কে উঠে পড়তে হয়। আমাদেরকে সহযোগিতা করলে উপকৃত থাকতাম।


এ বিভাগের অন্যান্য সংবাদ